রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০২:০৭ এএম

মেসিকে রেখেই দল ঘোষণা আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০২:০৭ এএম

মেসিকে রেখেই দল ঘোষণা আর্জেন্টিনার

১১ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ^চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ দুই খেলার জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে তারা। আর্জেন্টিনা দলে ফিরেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন এন্সো ফের্নান্দেসও। বিশ^কাপ বাছাইপর্ব শেষের পর সামনের দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের দলে কিছু চমক রেখেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি প্রথমবার জাতীয় দলে ডেকেছেন মিডফিল্ডার আনিবাল মরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো ও গোলরক্ষক ফাকুন্দোকে।

অন্যদিকে, লম্বা সময় পর দলে ফিরেছেন মার্কোস সেনেসি। ২৮ বছর বয়সি এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত একমাত্র ম্যাচটি খেলেছেন ২০২২ সালের জুনে। অন্যদিকে, ২৮ বছর বয়সি মরেনো এখন ক্লাব ফুটবলে খেলেন ব্রাজিলিয়ান দল পালমেইরাসের হয়ে। স্বদেশের ক্লাব রিভার প্লেটে খেলেন ২১ বছর বয়সি রিভেরো। ২৮ বছর বয়সি ফাকুন্দোর ঠিকানা আর্জেন্টিনার আরেক ক্লাব রেসিং। অন্যদিকে, ভেনেজুয়েলার বিপক্ষে মেসি ও তার ইন্টার মিয়ামি সতীর্থ রদ্রিগো দে পলের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কারণ, এর পরদিন মেজর লিগ সকারে (এমএলএস) ঘরের মাঠে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ আছে মিয়ামির। ভেনেজুয়েলার বিপক্ষে মেসি ও দে পলের খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্নে মিয়ামি কোচ হাভিয়ের মাসচেরানো জানান, ‘এ বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করছি, আপনারা জানতে পারবেন।’ ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১৮ ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে পথচলা শেষ করে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা দল: গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই), ওয়াল্তার বেনিতেস (ক্রিস্টাল প্যালেস), ফাকুন্দো (রেসিং); ডিফেন্ডার: গন্সালো মন্তিয়েল (রিভার প্লেট), নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), লিওনার্দো বেলার্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওতামেন্দি  (বনফিকা), মার্কোস সেনেসি (বোর্নমাউথ), লাউতারো রিভেরো (রিভার প্লেট), মার্কোস আকুনা (রিভার প্লেট), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও); মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), আনিবাল মরেনো (পালমেইরাস), রদ্রিগো দে পল (ইন্টার মিয়ামি), এন্সো ফের্নান্দেস (চেলসি), নিকোলাস পাস (কোমো), জিওভানি লো সেলসো (রেয়াল বেতিস), আলেক্সিস মাক আলিস্তের (লিভারপুল), তিয়াগো আলমাদা (আতলেতিকো মাদ্রিদ); ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), হুলিয়ান আলভারেস (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), নিকোলাস গনসালেস (ইউভেন্তুস), জুলিয়ানো সিমেওনে (আতলেতিকো মাদ্রিদ), ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো (রিয়াল মাদ্রিদ), হোসে মানুয়েল লোপেস (পালমেইরাস)।

রূপালী বাংলাদেশ

Link copied!