রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০২:০৪ এএম

শেষ ম্যাচে ভালো করতে চায় আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০২:০৪ এএম

শেষ ম্যাচে ভালো করতে  চায় আফগানিস্তান

আফগানদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। টানা দুই ম্যাচ হারলেও আজ বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ভালো করার আশা আফগানিস্তানের। দ্বিতীয় ম্যাচে হারের পর আফগানিস্তানের ব্যাটিং কোচ অ্যান্ড্রু পুটিক বলেন, ‘আমরা ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবÑ কী করেছি, কোথায় ভুল করেছি। ফিল্ডিংয়ে ভালো করেছি। ভালো লড়াই করেছি।

বোলিংয়েও চেষ্টা করে গেছি। বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে, তারাও প্রতিরোধ গড়ে গেছে। ভালো দল তারা, দারুণ এক্সকিউট করেছে, তারা অনেক আত্মবিশ^াসী ছিল। আমরা সেখানে পিছিয়ে ছিলাম। আমাদের নিশ্চিত করতে হবে, শেষ ম্যাচে যেন আমরা ভালো করতে পারি।’ দ্বিতীয় ম্যাচ প্রসঙ্গে পুটিক আরও বলেন, ‘কঠিন ম্যাচ ছিল আসলে। ব্যাটিং দল হিসেবে শুরুটা কাজে লাগাতে পারতাম আমরা। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৩৫ রান তুলেছি। আমরা হয়তো আরও আগ্রাসী ব্যাটিং করতে পারতাম পাওয়ার প্লেতে। তাহলে বাংলাদেশকে চাপে ফেলা যেত। এমন জায়গায় পরের ৪ ওভারে রান তোলার সুযোগ থাকে, আমরা পারিনি। যখনই মোমেন্টাম পেয়েছি, তখনই উইকেট হারিয়ে ফেলেছি।’ গত ম্যাচে সোহানের দায়িত্বশীল ফিনিশিং প্রসঙ্গে পুটিকের মন্তব্য, ‘সে (সোহান) এসে দারুণ করেছে। তার প্ল্যান ছিল। চাপের মধ্যেও প্ল্যানটা ভালোভাবে কাজে লাগিয়েছে সে।

এখনো পর্যন্ত বাংলাদেশ আমাদের আউটপ্লেড করে দিয়েছে। বোলিংয়েও ভালো করেছে, ব্যাটিংয়েও ভালো করেছে। বেসিকে আমরা কিছু ভুল করেছি ৪০ ওভারজুড়ে।’ এশিয়া কাপেও বাংলাদেশের কাছে হেরেছিল আফগানিস্তান। এই সিরিজে সেই হারের প্রভাব পড়েছে কি না? পুটিক বলেন, ‘আমার মনে হয় না। এশিয়া কাপের আগেও অনেক খেলেছি বাংলাদেশের বিপক্ষে। ছেলেরা এশিয়া কাপে ভালো করতে মুখিয়ে ছিল। তবে বাংলাদেশ এখন ভালো ছন্দে আছে, দারুণ আত্মবিশ্বাসী। নিজেদের স্কিলে বিশ্বাসী।

ব্যাপারগুলো কাজে লাগছে। দল হিসেবে বেসিকে ঠিক থাকলে ম্যাচ আপনাদের পক্ষেই আসবে। এগুলোই বাংলাদেশের জন্য কাজ করছে।’ এ ছাড়া নিজেদের প্রসঙ্গে পুটিক বলেছেন, ‘ম্যাচ না জিতলে প্রশ্ন তো উঠবেই। আমরা ভিন্ন ভিন্ন কম্বিনেশন ট্রাই করছি। চেষ্টা করছি নতুনদের সুযোগ দিতে। অবশ্যই ম্যাচও জিততে চাই আমরা। তবে সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। দেখতে হবে ছেলেরা চাপের মধ্যে কী করতে পারে। দারুণ কিছু ক্রিকেটার দলে আসছে। তাদের ওপর আস্থা রেখে সুযোগ দিতে হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!