ময়মনসিংহের নান্দাইলে আব্দুল মন্নাছ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের মেয়ে মাহমুদা আক্তার। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়। লিখিত বক্তব্যে মোছা. মাহমুদা আক্তার বলেন, আমার পিতা আব্দুল মন্নাছকে ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের আবুল কালাম, তার স্ত্রী শামছুন্নাহার ও মেয়ে কামরুন্নাহারসহ কয়েকজন মিলে পরিকল্পিতভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও তারা এখনও ধরা পড়েনি। বরং আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন সময় আমাদের পরিবারের সদস্যদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। ভয়ে আমরা দীর্ঘ ১০ বছর ধরে নিজ বাড়িতে যেতে পারছি না। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন