ঢাকার গেন্ডারিয়ায় রেলস্টেশনের পাশ থেকে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, তাকে ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৬টার দিকে রেলস্টেশনের উত্তর গেট এলাকায় মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে গেন্ডারিয়া থানা-পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে।
গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. তৌফিক আনাম বলেন, নিহত তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর। তাঁর পরনে ছিল খয়েরি সালোয়ার, সাদা ফুলতোলা কামিজ ও ওড়না। প্রাথমিকভাবে মরদেহে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
এসআই তৌফিক আনাম আরও বলেন, ট্রিপল নাইনে সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, নিহত তরুণীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকা- বলে ধারণা করা হচ্ছে।
মো. রাজন নামে এক পথচারী জানান, গতকাল সকালে রেলস্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের ভিড় দেখতে পেয়ে এগিয়ে যান তিনি। এ সময় কাদামাটির ওপর ওই তরুণীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখতে পান। তরুণীর গলায় ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তিনি আরও বলেন, স্থানীয়রা কেউই ওই তরুণীর পরিচয় বলতে পারছিলেন না। পরবর্তীতে থানায় খবর দেওয়া হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন