সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি শান্তিপূর্ণভাবে চলছে। গতকাল সোমবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতি টানা ১২ ঘণ্টা অতিবাহিত হলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ জানিয়েছেন, ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান বাদে অন্যান্য যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। তিনি আরও বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। তবে সাধারণ জনগণের ভোগান্তি যেন না হয়, সেটি আমরা দেখছি।’
উল্লেখ্য, পুলিশি হয়রানি ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে কোম্পানীগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয়। চলমান পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে স্থানীয় প্রশাসন। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন