ইঁদুর ছানা
যাইদ আল মারুফ
ইঁদুর ছানা ইঁদুর ছানা
তিড়িং বিড়িং নাচে
পাকা ধানের তথ্য পেল
পিপীলিকার কাছে।
শিঙ্গা নিয়ে ফুঁকে দিল
চালাক ইঁদুর ছানা
চৌদ্দগোষ্ঠী হাজির হলো
খাইতে নতুন দানা।
দাদা ইঁদুর বলছে ছানা
কি যে এমন হলো
নতুন কোন খবর পেলে
আর দেরি নয় চল।
পাকা ধানের মটকা পেয়ে
ইঁদুর ছানা হাসে
বলল সবাই জমা কর
খাব শীতের মাসে।
ইচ্ছে হলে
শাহীন খান
শরৎ এলো আমার দেশে ফুটল নানান ফুল
ভ্রমর হৃদয় মাতোয়ারা কেবল করে ভুল!
মিষ্টি সুরে পাখি ডাকে গাছের ফাঁকে ফাঁকে
জলকে চলে কৃষাণ বধূ কলসি নিয়ে কাঁখে।
ঝিরিঝিরি দখিন হাওয়ায় প্রাণ জুড়িয়ে যায়
কৃষক জিরোয় দুপুর বেলা হিজল গাছের ছায়।
সব মিলে এক মায়ার ছবি আমার গাঁটা জুড়ে
ইচ্ছে হলে আসতে পার খোকন তুমি ঘুরে।
মেঘের মেয়ে
কুলসুম বিবি
মেঘের মেয়ের কান্না পেলে
বৃষ্টি হয়ে ঝরে
ঝরঝর ঝরতে থাকে
রিনিঝিনি স্বরে।
কেঁদে কেঁদে যায় ভাসিয়ে
মাটির বুকটা ভিজে
কাদা জলে মাখিয়ে দেয়
মেঘের মেয়ে নিজে।
মেঘের মেয়ে রেগে গেলে
বিজলি হয়ে জ্বলে
ঝড় তুফানে হামলে পড়ে
শীলা রূপে গলে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন