মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ০২:১৭ এএম

রশিদ খানের প্রশংসায় কোচ ট্রট

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ০২:১৭ এএম

রশিদ খানের প্রশংসায় কোচ ট্রট

বাংলাদেশের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে আফগানিস্তান। এ হারের পর আফগান কোচ জনাথন ট্রট বলেছেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলতে পারেনি।’ তবে দলীয় অধিনায়ক রশিদ খানের উচ্ছ্বসিত প্রশংসা করেন কোচ ট্রট।

এশিয়া কাপ চলাকালে খবরে প্রকাশ হয়, আফগানিস্তান এশিয়ার দ্বিতীয় সেরা দল! এ প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে রশিদ খান বলেছিলেন, এ তকমা তারা নিজেরা নিজেদের দেননি, মিডিয়াই দিয়েছে। এবার তাদের কোচ ট্রট বললেন, দ্বিতীয় সেরা নন তারা, পিছিয়ে গেছেন অনেকটা। বাংলাদেশের কাছে হারের পর ট্রট বলেন, ‘এশিয়ার দ্বিতীয় সেরা দল, আসলে বর্তমানে আমরা সেই জায়গায় নেই। সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার সব আলোচনা একুরেট নয়। আমাদের আরও বেটার হতে হবে। আরও ভালো করতে হবে আমাদের। তবে আমি হতে চাইব (দ্বিতীয় সেরা দল), আমি চাইব একদম বেস্ট হতে। তবে আমাদের আরও উন্নতি করতে হবে।’

সিরিজে দলের পারফরম্যান্স নিয়ে ট্রট বলেছেন, ‘হতাশাজনক পারফরম্যান্স। বাজেভাবে হেরেছি আমরা। কিছু পরিবর্তন তো দলে আসবেই। কয়েকজন এখানে ছিল না, ফলে তরুণদের সুযোগ দিতে চেয়েছি। বিশ্বকাপের কথা মাথায় রেখে আমরা দল সাজাচ্ছি। সামনে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ আছে, নভেম্বরের শেষে। আশা করছি, এমন দল বানাতে পারব যেই দল ম্যাচ জেতা শুরু করবে।’ এ ছাড়া কন্ডিশন নিয়ে ট্রট বলেন, ‘না আমার মনে হয় না (কন্ডিশন) কোনো কারণ, আমরা গত কয়েক বছরে ম্যাচ জিতেছি অনেক। আমরা আসলে ভালো ক্রিকেট খেলতে পারিনি। দিন শেষে তাদের সবাইকে আত্মবিশ্বাসী হতে হবে।

কোচ হিসেবে সবাইকে ভালো অবস্থায় রাখাটা আমার জন্য জরুরি। মাঠে যেন সবাই আত্মবিশ্বাসী থাকে, এটাই আমি চাই। চাপের মধ্যে ভালো খেলতে পারলেই আমাদের পারফরম্যান্সে উন্নতি হবে।’ দলের অধিনায়ককে নিয়ে কোচ ট্রট বলেছেন, ‘আন্তর্জাতিক যেকোনো দলই রশিদ খানের বিপক্ষে খেলার সময় চিন্তায় থাকে। সে যেখানেই খেলুক। কারণ সে উইকেট তুলতে সক্ষম। তবে এটা বোঝা নয়। সে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেয়। মাঠে অনেক এফোর্ট দেয়। পারফরম্যান্সও বেশ ভালো। কোয়ালিটি দারুণ। তার পারফরম্যান্স বাকিদের অনুপ্রাণিত করে। এখান থেকেই আত্মবিশ্বাস আসবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!