শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ০১:০৫ এএম

কঠিন সময়ে জাকেরের পাশে দাঁড়ালেন হৃদয়

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ০১:০৫ এএম

কঠিন সময়ে জাকেরের  পাশে দাঁড়ালেন হৃদয়

হার দিয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হারায় আফগানরা। আগামীকাল ১১ অক্টোবর সিরিজের দ্বিতীয় ওয়ানডে রয়েছে। মূলত ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২২১ রান। এ রান তাড়া করতে তেমন একটা বেগ পেতে হয়নি আফগানিস্তানের ব্যাটসম্যানদের। প্রথম ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজদের ব্যাটিং সমালোচনা যেমন হচ্ছে, তেমনি জাকের আলী অনিকের ফর্মহীনতার বিষয়টিও সামনে আসছে। এশিয়া কাপে থেকে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজÑ কোনোটিতেই প্রত্যাশিত ব্যাটিং পারফরম্যান্স দেখাতে পারেনি জাকের। এবার ওয়ানডে সিরিজেও সুপার ফ্লপ এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান। তবে এই জাকেরেই আস্থা রাখতে বললেন তাওহিদ হৃদয়।

মিরাজের সঙ্গে হৃদয়ের শত রানের জুটিতেই দলীয় রান দুইশ পার করে বাংলাদেশ। ওয়ানডেতেও দৃষ্টিকটু শট খেলে ১৬ বলে ১০ রান করে আউট হওয়া জাকেরেই আস্থা হৃদয়ের। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এশিয়া কাপের আগে দারুণ ছন্দে ছিল সে। এখনো তো মনে হয় ভালোই খেলছে। গত ওয়ানডে ইনিংসগুলো যদি দেখেন, আমার মনে হয় ভালো টাচে আছে।’ এক ফরম্যাটের সাথে আরেক ফরম্যাটের তুলনা না করার আহ্বান করে হৃদয় বলেন, ‘আপনাদের সমস্যা, মনে হয় আমার কাছে, একটা ফরম্যাটের সাথে আরেকটা ফরম্যাট তুলনা করেন।’ তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, সে (জাকের) যথেষ্ট ভালো অবস্থায় আছে। হ্যাঁ, একটা খেলোয়াড় সবসময় ভালো খেলে না। বিশ্বের যত বড় খেলোয়াড়ই হোক, কখনোই ধারাবাহিকভাবে প্রত্যেকটা ম্যাচ ভালো খেলতে পারে না।

ব্যাডপ্যাচ যেতেই পারে। আমি ব্যাডপ্যাচও বলব না। হয়ত এক্সিকিউশনে কোথাও ঝামেলা আছে, আশা করি এটাও সামনে ভালো হবে ইনশাআল্লাহ।’ স্কোর বোর্ডে যথেষ্ট রান না থাকায় আফগানদের কাছে হারতে হয়েছে। এজন্য আফসোস ঝরেছে হৃদয়ের কণ্ঠেও, ‘আমাদের ৪০ থেকে ৫০ রান কম হয়েছিল। এটা যদি আমরা করতে পারতাম, তাহলে খেলার সিনারিও আলাদা হতো। এত সহজ উইকেট ছিল না। উইকেটে বোলারদের জন্য সহায়তা ছিল। বোলাররা যথেষ্ট ভালো বল করেছেন। আমার মনে হয়, ব্যাটিংয়ে আমরা ৫০ রান কম করেছি।’

গত জুলাইয়ের পর ওয়ানডে ক্রিকেট খেলছে বাংলাদেশ। কিছু দিনের বিরতির কারণে মানিয়ে নিতে সমস্যা হয়েছে কি না? হৃদয় বলেন, ‘বিরতি বলব না (ওয়ানডে অনেক দিন পর)। পেশাদার খেলোয়াড় হিসেবে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নিতে হবে। অবশ্যই এখানে আমাদের ব্যাটসম্যানদের ব্যর্থতা যেহেতু আমরা ৫০ ওভারের ম্যাচে পুরো ইনিংস খেলতে পারিনি।’ তিনি আরওবলেন, ‘কোনো দলের জন্যই এটা ভালো সাইন না।

আমরা যারা ব্যাটসম্যান আছি, এখান থেকে এক-দুইজন খেলাটা ফিনিশিং করতে পারলে আমাদের জন্য ভালো হবে। আশা করছি, সামনের ম্যাচ থেকে এই জিনিস থেকে আমরা ঘুরে দাঁড়াব।’ প্রথম ম্যাচ হারলেও সিরিজ জয়ের আশা শেষ হয়ে যায়নি। সামনের দুটি ম্যাচ জিততে পারলে সিরিজ জয়ের সুযোগ আছে বাংলাদেশের। হৃদয় বলেন, ‘আপনি ভবিষ্যতের কথা কীভাবে বলবেন? ভবিষ্যত ভবিষ্যতের জায়গায়ই থাকুক। আমরা আমাদের সামনে যে ম্যাচ আছে সেটাতেই ফোকাস করতে চাচ্ছি। যদি ওই ম্যাচটা আমরা ভালো কিছু করতে পারি এবং সামনের দুইটা ম্যাচ যেন পরপর জিততে পারি।’

রূপালী বাংলাদেশ

Link copied!