বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে আফগানিস্তান। প্রথম ম্যাচে ১৭ বল আর ৫ উইকেট হাতে রেখে জিতেছে তারা। অবশ্য তাদের জয়টি আরও সহজে আসতে পারত। যদি ৫০ রান করে রহমত শাহ উইকেট দিয়ে না আসতেন। রহমত যেভাবে আউট হয়েছেন, তাতে খুশি নন আফগানিস্তান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি। আবুধাবিতে জয়ের জন্য বাংলাদেশের দেওয়া ২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৫২ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ২৩ রানে ফেরেন ইব্রাহিম জাদরান। দলীয় ৫৮ রানে ফেরেন সেদিকউল্লাহ আতাল। এরপর তৃতীয় উইকেটে রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহ ৭৮ রানের জুটি গড়েন। তখন আফগানরা সহজেই জিতবে বলে মনে হচ্ছিল।
কিন্তু ৭০ বলে ৫০ রান করা রহমত তানজিমের বলে পুল করতে গিয়ে শর্ট মিডউইকেটে ক্যাচ দেন মেহেদী হাসান মিরাজকে। এ আউট নিয়ে ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ। তিনি বলেন ‘ব্যাটিংয়েও আমরা ভালো শুরু করেছিলাম। রহমানউল্লাহ গুরবাজ আর রহমত শাহ দুজনেই ভালো ইনিংস খেলেছে। তবে দিন শেষে আমি রহমতকে নিয়ে খুশি নই। গুরবাজের আউটটা ঠিক আছে, সেটা ভালো বল ছিল, কিন্তু রহমত নিজের উইকেটটা ছুড়ে দিয়ে এসেছে। এ পর্যায়ে যখন আমরা সেট হয়ে যাই এবং কন্ডিশন বুঝে ফেলি, তখন আমাদের উচিত ম্যাচটা শেষ করে আসা। রহমত ভালো খেলেছে, কিন্তু আমি ওর প্রতি কঠোর। কারণ, ও দলের সিনিয়র ক্রিকেটার। ওর আউট নিয়ে আমি সন্তুষ্ট নই।’ তবে সবমিলিয়ে দলের পারফরম্যান্সে খুশি আফগান অধিনায়ক। হাসমতউল্লাহ বলেন, ‘দল যেভাবে খেলেছে তাতে আমি খুশি।
এটা আমাদের জন্য ভালো একটা ম্যাচ ছিল, আর আমি পরের ম্যাচগুলোর জন্য নিয়ে অপেক্ষা করছি।’ দলের ফিল্ডিং ও দলের বোলিংয়ের প্রশংসা করে হাসমতউল্লাহ বলেন, ‘সত্যি বলতে, আমি অনেক পরিশ্রম করছি, বিশেষ করে ফিল্ডিংয়ের ফিটনেস নিয়ে। আমার জন্য দিনটা ভালো ছিল, একটা দারুণ রানআউট করেছি, আর ক্যাচও ধরেছি। নিজের মান আরও উন্নত করতে চাই যেন দলের সেরা ফিল্ডারদের একজন হতে পারি। আগেও ভালো ফিল্ডার ছিলাম (হাসি)। সামগ্রিকভাবে আমি পারফরম্যান্স নিয়ে খুব খুশি। বোলাররা দারুণ বল করেছে, বিশেষ করে মাঝখানের ওভারে। তারা ভালো লাইন ও লেংথে কিপটে বোলিং করেছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন