চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে। গতকাল বুধবার বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরির্দশন করেন তিনি। এ সময় বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ফ্রান্সের রাষ্ট্রদূত। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) চেয়ারম্যান রাষ্ট্রদূতকে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন ও অগ্রগতিসূচক বিশেষ করে জাহাজের ওয়েটিং টাইম, টার্ন এরাউন্ড টাইম, কনটেইনার ডুয়েল টাইম হ্রাস, ইয়ার্ড ক্যাপাসিটি বৃদ্ধি, ডিজিটাইলাইজেশনসহ বিভিন্ন বিষয়ে অবহিত করেন।
জঁ-মার্ক সেরে-শারলে চট্টগ্রাম বন্দরের বর্তমান পরিচালনাগত সক্ষমতা, দক্ষতা, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, নিরাপত্তাব্যবস্থা এবং বন্দরের সাম্প্রতিক সাফল্য নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তা ছাড়া তিনি ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশের পণ্যসামগ্রী রপ্তানিসহ অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ফ্রান্সের রাষ্ট্রদূতকে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনার ওপর একটি প্রেজেন্টেশন প্রদান করা হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরির্দশন করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন