খুলনার পাইকগাছায় একটি খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার দেলুটি ইউনিয়নের জিরবুনিয়া গেটের দক্ষিণ পাশের খালে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে পাইকগাছা নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। জিরবুনিয়া ইউপি সদস্য কিংশুক রায় বলেন, ‘সকালে খালে লাশ দেখতে পেয়ে আমরা পুলিশে খবর দিই। লাশটি আমাদের এলাকার কোনো পরিচিত ব্যক্তি নয়।’ পাইকগাছা নৌ-পুলিশের ওসি মো. সবুর হোসেন বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর। লাশের পকেট থেকে একটি মোবাইল ফোন, একটি প্লাস ও একটি ইয়ারফোনের বক্স উদ্ধার করা হয়েছে।’ তিনি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন