বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামে পানিতে পড়ে আবুল হোসেন রংপুরী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন ওই গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর থেকে আবুল হোসেন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখে পরিবারের সদস্যরা কান্নাকাটি শুরু করেন। কান্নার শব্দ শুনে খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও শালফা গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ ঘটনাস্থলে যান। পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে আবুল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। গ্রামবাসীর ধারণা, দুপুরে গোসল করতে নেমে বা অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে ডুবে যেতে পারেন। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হঠাৎ এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন