বরগুনার পাথরঘাটায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের নীতির বিরুদ্ধে ‘ক্ষতি বন্ধ করো! ঋণ বাতিল করো! ক্ষতিপূরণ ও ন্যায়সঙ্গত রূপান্তর এখনই!’ শীর্ষক বৈশ্বিক কর্মসপ্তাহের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর উদ্যোগে পাথরঘাটা বলেশ্বর নদীর তীরবর্তী পদ্মা গ্রামের বুড়ির খাল এলাকায় কয়েক শতাধিক মৎস্যজীবী, কৃষকসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন। কর্মসূচির মূল দাবি ছিল ঋণ নয়, ক্ষতিপূরণ প্রদান, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, এবং গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য ন্যায্য অর্থনৈতিক কাঠামো গঠন।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের মানুষের ক্ষতি সবচেয়ে বেশি জেলে সম্প্রদায়ের ওপর পড়ে। সাগরে জলোচ্ছ্বাস ও বন্যায় ট্রলারডুবিতে অসংখ্য জেলেদের মৃত্যু ও নিখোঁজ হয়। ক্ষতিপূরণ উপকূলের ক্ষতিগ্রস্তরা পাচ্ছে না।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন