নওগাঁর বদলগাছীতে সমতল এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ অফিসের ব্যবস্থাপনায় এ ছাগল বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। এতে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণী। এর আগেও এ প্রল্পের কর্মসূচিতে প্রশিক্ষণসহ জীবন মান উন্নয়নে হাঁস-মুরগি, ভেড়া, গরু, ছাগল পালন বিতরণও করা হয়। আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, সমাজসেবা কর্মকর্তা রাজিব আহমেদ, প্রাণিসম্পদ ও ভেটেরিনারি সার্জন প্রমুখ। এ প্রকল্পের ২৯০ জন সুবিধাভোগীর মধ্যে ১৫০ জনকে দুইটি করে ছাগল চারটি সিমেন্টের খুঁটি, পাঁচটি ম্যাট, দুটি ঢেউটিন বিতরণ করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন