শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৩:০০ এএম

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ

ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-মরক্কো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৩:০০ এএম

ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-মরক্কো

চিলিতে চলমান ফিফা অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ^কাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা ও মরক্কো। আগামী সোমবার ফাইনালে সান্তিয়াগোতে শিরোপা নির্ধারণী ম্যাচে দুই দল মুখোমুখি হবে। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে যুব বিশ^কাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। গতকাল সেমিফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টাইন যুবারা। অপর সেমিফাইনালে ফ্রান্স ও মরক্কো ১-১ গোলে ড্র করে। পরে টাইব্রেকারে ফ্রান্সকে ৫-৪ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ^কাপের ফাইনালে ওঠার রেকর্ড গড়েছে মরক্কো।

আর্জেন্টাইনদের জয়ের নায়ক লিওনেল মেসির ইন্টার মিয়ামি সতীর্থ মাতেও সিলভেত্তি। ৭২ মিনিটে দলের পক্ষে একমাত্র গোলটি করেন ১৯ বছর বয়সি এই ফরোয়ার্ড। দারুণ এক দলীয় প্রচেষ্টার ফসল ছিল সিলভেত্তির গোলটি। আর্জেন্টাইন অর্ধ থেকেই গড়ে ওঠা আক্রমণটি পূর্ণতা পায় সিলভেত্তির গোলে। নিজেদের অর্ধ থেকেই প্রায় ৩০-৪০ গজ দৌড়ে নিখুঁত এক পাস বাড়িয়েছিলেন বেনফিকায় খেলা উইঙ্গার জিয়ানলুকা প্রেসতিয়ান্নি। ডান পায়ের বুটের ডগার ছোঁয়ায় বলটিকে জালে পাঠান সিলভেত্তি। সিলভেত্তি গোল পেলেন নকআউট পর্বে আর্জেন্টিনার তিনটি ম্যাচেই। সেমিফাইনালের আগে দ্বিতীয় রাউন্ডে নাইজেরিয়া ও কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর বিপক্ষে ১টি করে গোল করেছেন সিলভেত্তি। টুর্নামেন্টে তার গোল এই ৩টিই। ম্যাচ শেষ হওয়ার পরপরই মেসির অভিনন্দনবার্তা পেয়েছেন সিলভেত্তিরা। ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, ‘এবার ফাইনাল!!! সবাইকে অভিনন্দন, দারুণ।’ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাই সবচেয়ে সফল দল। সাতবার চ্যাম্পিয়ন হয়েছে। তবে সর্বশেষ ট্রফিটি আর্জেন্টাইন যুবারা জিতেছে সেই ২০০৭ সালে। এরপর এবারই প্রথম ফাইনালে উঠল দলটি।

এদিকে সিনিয়রদের গত বিশ^কাপে সেমিফাইনালে উঠেছিল মরক্কো। কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিশ^কাপ থেকে বিদায় নেয় তারা। সেই হারের প্রতিশোধ নিল মরক্কোর যুব ফুটবলাররা। খেলার ৩২ মিনিটে ফ্রান্সের গোলকিপার লিসান্দ্রো ওলমেতার আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল মরক্কো। কিন্তু ৫৯ মিনিটে উইঙ্গার লুকাস মিচালের গোলে সমতায় ফেরে ফ্রান্স। টাইব্রেকারে জয়ের পর মরক্কোর কোচ মোহাম্মদ উয়াহবি বলেন, ‘আমরা মনোযোগ না হারিয়ে নিজেদের সুযোগের অপেক্ষায় ছিলাম। এখন উপভোগ করছি। কারণ, ফাইনালে উঠেছি। একটু আবেগপ্রবণও লাগছে। কারণ, এটা ঐতিহাসিক মুহূর্ত। তবে আমরা ফাইনাল জিততে চাই।’ গ্রুপ পর্বে স্পেন ও ব্রাজিলের মতো দলকে হারিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ ষোলোয় ওঠে মরক্কো। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারায় দলটি। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোর কাছে হারে যুক্তরাষ্ট্র। অনূর্ধ্ব-২০ বিশ^কাপে এর আগে ২০০৫ সালের আসরে চতুর্থ হওয়াই ছিল এত দিন মরক্কোর এই টুর্নামেন্টে সর্বোচ্চ সাফল্য।

রূপালী বাংলাদেশ

Link copied!