শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৩:০১ এএম

দুঃসময়ে সমর্থকদের পাশে চান নাঈম

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৩:০১ এএম

দুঃসময়ে সমর্থকদের পাশে চান নাঈম

হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে খেলতে উড়ে যান নাঈম শেখ। কিন্তু ব্যাটিং ব্যর্থতার মিছিলে উদ্ধারকারী ‘হামজা’ কিংবা ‘রুস্তুম’ হতে পারলেন না এই ওপেনার। উদ্বোধনীতে যে ব্যাটিং করেছেন নাঈম, তাতে রীতিমতো চটেছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। শুধু নাঈম নন, পুরো দলের ব্যাটিং পারফরম্যান্সে হতাশ সমর্থকেরা। যে কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়ে দেশে ফেরার পর সমর্থকদের তোপের মুখে পড়েন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বিমানবন্দরে তাদের দুয়ো দেন কিছু সমর্থক। ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান তোলেন তারা। তবে দলের দুঃসময়ে সমর্থকদের পাশে থাকার অনুরোধ করেছেন নাঈম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে এই ক্রিকেটার লিখেছেন, ‘আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না, আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ^াসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে।’ তিনি আরও লিখেছেন, ‘হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না। জয় আসে, পরাজয়ও আসেÑ এটাই খেলাধুলার বাস্তবতা। জানি, আমরা যখন হেরে যাই, তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয়। কারণ আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন।’

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ পেলেও ভিসা জটিলতায় শুরু থেকে যোগ দিতে পারেননি নাঈম। দ্বিতীয় ওয়ানডের আগে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছালেও তিনি মাঠে নামেন শেষ ম্যাচে। তবে ২৪ বল খেলে ওই ম্যাচে নাঈমের ব্যাট থেকে আসে ৭ রান। ব্যর্থ হলেও ক্রিকেটাররা সমর্থকদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন দাবি করে নাঈম লিখেছেন, ‘আজ (বুধবার) যেভাবে আমাদের প্রতি ঘৃণা (প্রকাশ করা হয়েছে), গাড়িতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসা-চেষ্টার ঘাটতি রাখি না। প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য, মানুষের জন্য, আপনাদের মুখে হাসি ফোটাতে।’ সমর্থকদের কাছে ভালোবাসা প্রত্যাশা করেন জানিয়ে নাঈম আরও লিখেছেন, ‘ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক, পরাজয় হোকÑ লাল-সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়। আমরা লড়ব, আবার উঠবÑ দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য।’

রূপালী বাংলাদেশ

Link copied!