আন্তর্জাতিক ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষা, যা বিশ্বের ১০০টির অধিক দেশে স্বীকৃত। যারা ইংরেজি ভাষী দেশে পড়াশোনা, চাকরি বা স্থায়ী বসবাস করতে চায়, তাদের জন্য এটি একটি আবশ্যিক বিষয়। ব্রিটিশ কাউন্সিল, আইডিপি এবং কেমব্রিজ ইংলিশ দ্বারা যৌথভাবে পরিচালিত পরীক্ষার অফার করে যা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, কাজ এবং অভিবাসনের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। নন-ইংরেজি দেশ থেকে ইংরেজি মাতৃপ্রধান ভাষা দেশে গেলে আইইএলটিএস পরীক্ষায় পাস করা বাধ্যতামূলক। এ বিষয়ের আদ্যোপান্ত জানাতে ব্রিটিশ কাউন্সিলের সুপারভাইজর ফাহমিদা শারমিনের সঙ্গে কথা বলছেন মিনহাজুর রহমান নয়ন
আইএলটিএস কি?
ওঊখঞঝ (ওহঃবৎহধঃরড়হধষ ঊহমষরংয খধহমঁধমব ঞবংঃরহম ঝুংঃবস) হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইংরেজি ভাষার দক্ষতার সনদ। এ পরীক্ষার মাধ্যমে মূলত ইংরেজিতে আপনার দক্ষতা কতটুকু সেটি যাচাই করা হয়। ওঊখঞঝ পরীক্ষা দুই ধরনের হয়- একটি একাডেমিক, আরেকটি জেনারেল ট্রেনিং। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক, তাদের দিতে হয় একাডেমিক পরীক্ষা। আর মাইগ্রেশন, ট্রেনিং এবং প্রফেশনালদের জন্য জেনারেল। যে কেউ এ পরীক্ষায় অংশ নিতে পারবে। এ পরীক্ষা দেওয়ার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই।
আইএলটিএস টেস্ট ফরম্যাট
একাডেমিক এবং জেনারেল দুই মডিউলেই মোট চারটি বিষয়ে দক্ষতা যাচাই করা হয়। লিসেনিং, রাইটিং, রিডিং এবং স্পিকিং। লিসেনিং, রাইটিং এবং রিডিং পরীক্ষা হবে একই দিনে কোনোরকম বিরতি ছাড়া। তবে স্পিকিং পরীক্ষা হবে এক সপ্তাহ আগে অথবা পরে। পরীক্ষার আগে দিন-তারিখ জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার সময়সীমা মোট ২ ঘণ্টা ৪৫ মিনিট।
রাইটিং
রাইটিংয়ের সময়সীমা ৬০ মিনিট। রাইটিংয়ে সাধারণত যাচাই করা হয়, আপনি কতটুকু কল্পনা শক্তি খাটাতে পারেন। ১ ঘণ্টার মধ্যে আপনাকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নে একটি গ্রাফ, চার্ট, ডায়াগ্রাম অথবা ম্যাপ দেওয়া থাকবে। সেটি দেখে আপনাকে বিশ্লেষণ করতে হবে। আর দ্বিতীয় প্রশ্নে একটি আর্গুমেন্ট অথবা স্টেটমেন্ট দেওয়া থাকে, যেটির পক্ষে-বিপক্ষে আপনাকে যুক্তি উপস্থাপন করতে হবে। বলে রাখা ভালো, দ্বিতীয় প্রশ্নে প্রথম প্রশ্নের চেয়ে প্রায় দ্বিগুণ নাম্বার থাকে। তাই এ প্রশ্নের উত্তর আগে দেওয়াই ভালো। প্রথম প্রশ্নের জন্য ২০ মিনিট সময় ব্যয় করতে পারেন। প্রথম প্রশ্নের উত্তর দিতে হবে ১৫০ শব্দের মধ্যে। অন্যদিকে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে হবে ২৫০ শব্দের মধ্যে। আপনি চাইলে শব্দসীমার বাইরেও কিছু লিখতে পারেন, তবে কোনোভাবেই কম লেখা যাবে না। তাহলে নাম্বার কাটা যাবে। একাডেমিক এবং জেনারেল ট্রেনিংয়ের রাইটিংয়ে প্রথম প্রশ্নে একটু পার্থক্য আছে। জেনারেলের ক্ষেত্রে ডায়াগ্রাম, চার্ট ইত্যাদির জায়গায় একটি চিঠি লিখতে হয়; সেটি ফরমাল, ইনফরমাল অথবা পার্সোনাল হতে পারে। দ্বিতীয় প্রশ্ন দুই মডিউলেই একই।
স্পিকিং
স্পিকিংয়ের সময়সীমা ১০-১৫ মিনিট। আপনি কতটুকু গুছিয়ে আর কতটা সাবলীলভাবে ইংরেজি বলতে পারেন, এই টেস্টের মাধ্যমে সেটিই যাচাই করা হয়। একজন ট্রেইনারের সঙ্গে আপনার কথোপকথন করতে হবে। পরীক্ষাটি তিনটি অংশে ভাগ করা যায়। প্রথম অংশে আপনার ব্যক্তিগত কিছু বিষয়ে জানতে চাইবে। যেমন- আপনি থাকেন কোথায়, আপনার পছন্দের রং কোনটি, আপনার শহরের বিবরণ অথবা কীভাবে আপনি বাসা থেকে পরীক্ষার হলে পৌঁছেছেন। অর্থাৎ খুব সাধারণ কিছু প্রশ্ন করবে। তারপর দ্বিতীয় অংশে আপনাকে কাগজ-কলম দেবে আর একটি টপিক ঠিক করে দেবে, যেটি নিয়ে আপনাকে কিছু বলতে হবে। টপিক দেওয়ার পর আপনাকে এক-দেড় মিনিটের মতো সময় দেবে কাগজে নোট নেওয়ার জন্য। তারপর আপনাকে টপিকের ওপর মোটামুটি দুই মিনিটের মতো বলতে হবে। মনে রাখবেন, ২ মিনিট শেষ হয়ে গেলেও ট্রেইনার আপনাকে না থামতে বলার আগে না থামাই ভালো। এরপর তৃতীয় এপিসোডে আপনাকে যে টপিক দিয়েছিল, সেটির সঙ্গে সম্পর্কিত কিছু প্রশ্ন করবে আর সেগুলোর উত্তর দিতে হবে।
লিসেনিং
লিসেনিংয়ে সময়সীমা ৩০ মিনিট। লিসেনিং এ আপনাকে মোট ৪টি রেকর্ডিং শোনানো হবে। উলেখ্য, রেকর্ডিং এ কনভারসেশন থাকবে ব্রিটিশ উচ্চারণে। চারটি রেকর্ডিং শোনার পর আপনাকে আলাদা একটি উত্তরপত্রে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। একটি রেকর্ড একবারই বাজিয়ে শোনানো হবে। রেকর্ডিং-১ এক নাম্বার রেকর্ডিং এ থাকবে দুজন ব্যক্তির মধ্যে দৈনন্দিন জীবনযাপনে ব্যবহার করা হয় এমন একটি বিষয়ে কথোপকথন।
রেকর্ডিং-২ এই রেকর্ডে আপনাকে সোশ্যাল কন্টেক্সটে একটি মনোলোগ শোনানো হবে; যেমন- স্থানীয় সোশ্যাল ফ্যাসিলিটি নিয়ে একটি স্পিচ।
রেকর্ডিং-৩ এখানে সর্বোচ্চ চারজন ব্যক্তির মধ্যে হচ্ছে এমন একটি কথোপকথন আপনাকে শোনানো হবে, সেটি কোনো ট্রেনিং অথবা শিক্ষা বিষয়ে হতে পারে; যেমন- তিনজন ছাত্র শিক্ষকের সঙ্গে একটি অ্যাসাইনমেন্ট অথবা প্রজেক্ট নিয়ে আলোচনা করছে এমন।
রিডিং
রিডিংয়ের সময়সীমা ৬০ মিনিট। যেখানে মোট ৪০টি প্রশ্ন থাকবে। এ প্রশ্নগুলো দিয়ে তারা আপনি একটি আর্টিকেল পড়ে মূল বিষয়টি ধরতে পারছেন, কোনো একটি বিষয়ে আপনি কতটুকু বুঝেছেন, লজিকাল আর্গুমেন্ট, স্কিমিং, লেখকের লেখার উদ্দেশ্য এবং মতামত বুঝতে পারছেন কি না, ইত্যাদি যাচাই করবে। রিডিং টেস্টে একাডেমিক এবং জেনারেল টেস্টে একটু পার্থক্য আছে। তাই আলাদাভাবে ব্যাখ্যা করছি। একাডেমিকে আপনাকে মোট তিনটি লম্বা আর্টিকেল তুলে দেবে জার্নাল, ম্যাগাজিন, বই অথবা পত্রিকা থেকে। এই আর্টিকেলগুলো বিজ্ঞানবিষয়ক গবেষণা অথবা জার্নাল হতে পারে। জার্নালগুলো এমন হবে যাতে সাধারণ ছাত্ররা পড়ে বুঝতে পারে। তাই ঘাবড়ানোর কিছু নেই। জেনারেলের রিডিং একাডেমিক থেকে তুলনামূলক সহজ। এখানেও ম্যাগাজিন, পত্রিকা, বই, বিজ্ঞাপন অথবা হ্যান্ডআউট থেকে লেখা তুলে দেবে। তবে জেনারেলে একাডেমিকের মতো গবেষণা অথবা বিজ্ঞানবিষয়ক না বরং দৈনন্দিন জীবনে আপনি মুখোমুখি হবেন এমন বিষয়ই থাকবে।
গ্রেডিং সিস্টেম কি?
ওঊখঞঝ-এ কোনো পাস নাম্বার নেই। তার বদলে দেওয়া হয় ব্যান্ড স্কোর। আপনি কত নাম্বার পেয়েছেন, তার ওপর ভিত্তি করে ১-৯ এর মধ্যে আপনাকে একটি স্কোর দেওয়া হবে। ওঊখঞঝ-এর চারটি মডিউল আছে- রাইটিং, রিডিং, স্পিকিং এবং লিসেনিং। এই চার মডিউলে আপনি যত পাবেন তার গড় হচ্ছে আপনার ওভারঅল ব্যান্ড স্কোর। সাধারণত ৬ বা তার ওপরের স্কোর করতে পারলে সেটিকে ভালো ব্যান্ড স্কোর ধরা হয়।
খরচ
আইইএলটিএস পরীক্ষার খরচ প্রায় ২৮ হাজার ৪৫০, পরীক্ষার ধরন: কাগজে বা কম্পিউটার ভিত্তিক হয়ে থাকে। ইমিগ্রেশনের জন্য পরীক্ষা ফি ৩১ হাজার ৯৭০ টাকা ।
মেয়াদ
সাধারণত আইইএলটিএস স্কোরের মেয়াদ থাকে ২ বছর। এর মধ্যে পরীক্ষার্থীকে কাক্সিক্ষত দেশে গমন করতে হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন