মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০২:০৪ এএম

ভিসা জটিলতায় গলফার সিদ্দিকুর

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০২:০৪ এএম

ভিসা জটিলতায় গলফার সিদ্দিকুর

ভিসা জটিলতায় পড়েছেন গলফার সিদ্দিকুর রহমান। এ কারণে বৃহস্পতিবার থেকে ফিলিপাইনে শুরু হতে যাওয়া গলফ টুর্নামেন্টে খেলতে পারছেন না তিনি। সিদ্দিকুর এই মুহূর্তে মালয়েশিয়ান ওপেন খেলছেন। তিনি জানান, ‘ফিলিপাইনে দুই বিলিয়ন ডলারের টুর্নামেন্ট হবে। এত বড় মাপের টুর্নামেন্ট খেলতে পারলে ভালো হতো। ভিসা না পাওয়ায় ওই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে হচ্ছে।’ ভিসা না পেয়ে আরও অনেকবারই টুর্নামেন্ট খেলতে পারেননি সিদ্দিক। তার কাছে এটা নতুন কিছু নয়। তবে এবার ফিলিপাইনের বিষয়টি একটু ভিন্ন, ‘আমি ব্যক্তিগতভাবে এবং ফেডারেশন উভয় পক্ষ থেকে ঢাকার ফিলিপাইন দূতাবাসে যোগাযোগ করেছি। তাদের অনুরোধ করা হয়েছিল ১২-১৩ অক্টোবর যেন আমার অ্যাপয়নমেন্ট ডেট দেয়। অন্য টুর্নামেন্ট খেলে ওই দুই দিন আমি দেশে থেকে ভিসা নিতে পারব। তারা ডেট দিয়েছিল ৮ অক্টোবর এবং সেটা পরিবর্তনযোগ্য নয়। ওই সময় আমি ম্যাকও ছিলাম ফলে আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি।’ ফিলিপাইনে আন্তর্জাতিক টুর্নামেন্টে না খেলতে পারায় আগামী সপ্তাহে মিসর যাচ্ছেন বাংলাদেশের গলফের এই কিংবদন্তি।

যুক্তরাজ্য ও আমেরিকার ভিসা থাকায় মিসরে আলাদা ভিসার প্রয়োজন নেই। ফলে এখানে জটিলতার মধ্যে পড়তে হয়নি। আবার অনেক সময় খেলার কারণে এক দিনের মধ্যেও ভিসা পাওয়ার ঘটনা রয়েছে সিদ্দিকের, ‘তিক্ত অভিজ্ঞতার পাশাপাশি মধুর অভিজ্ঞতাও রয়েছে। আমেরিকান দূতাবাস একবার আমাকে এক দিনের মধ্যে ভিসা দিয়েছিল।’ গলফার সিদ্দিক চলতি বছর ডিসেম্বর পর্যন্ত অনেক ব্যস্ত থাকবেন। ইতিমধ্যে ম্যাকাও, হংকং ঘুরে মালয়েশিয়ায় খেলছেন। সামনে যাবেন মিসর। এরপরের সফরগুলোও নির্ধারিত। সফরে ব্যয় ও প্রাপ্তি নিয়ে বলেন, ‘একসময় অনেক টুর্নামেন্ট জিতে অনেক আয় করেছি। এখন ব্যয় হচ্ছে বেশি, আয় তুলনামূলক কম হলেও গলফ আমার প্যাশন। ফলে খরচ হলেও খেলাতেই আমার আনন্দ।’

রূপালী বাংলাদেশ

Link copied!