কক্সবাজারের কলাতলী এলাকায় একটি আবাসিক হোটেলে নওগাঁর মহাদেবপুর এলাকার মোহাম্মদ রুবেল (৪২) মৃত্যুবরণ করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- মৃতের বন্ধু মো. মামুন (৪৮), মো. মোতালেব (৩৬) এবং কক্সবাজারের স্থানীয় মর্জিনা আক্তার (১৮) ও সাবিনা আক্তার (১৭)।
হোটেল সূত্রে জানা গেছে, রুবেল ১৫ অক্টোবর নওগাঁ থেকে প্রাইভেট কারে কক্সবাজারে আসেন এবং হাইপেরিয়ান হোয়াইট প্যালেস হোটেলের ৪০৭ নম্বর কক্ষে উঠেন। ২০ অক্টোবর তার চার বন্ধু হোটেলে যোগ দেন। মঙ্গলবার রাতে রুবেল অসুস্থ বোধ করলে বন্ধুরা ও নারীসহ তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেন। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াছ খান বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপানই মৃত্যুর কারণ হতে পারে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন