ছিনতাই করতে গিয়ে চীনা নাগরিককে ছুরিকাঘাত এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পুলিশ সদস্যকে আঘাত করে পালিয়ে যাওয়া ইমাম হোসেন আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে সীতাকু- উপজেলার কুমিরা এলাকা থেকে পাঁচলাইশ থানার একটি টিম অভিযান চালিয়ে আকাশকে গ্রেপ্তার করে। এ সময় তার তথ্যের ভিত্তিতে একই ছিনতাইকারী চক্রের আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ড থেকে পুলিশের পাহারা ভেঙে পালিয়ে যায় আকাশ। পালানোর সময় সে দায়িত্বে থাকা এক কনস্টেবলকে ছুরিকাঘাতে আহত করে। ঘটনার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একাধিক টিম তাকে ধরতে অভিযান শুরু করে। অবশেষে গতকাল সকালে সীতাকু- থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে নগরীর বন্দর অফিসার্স কলোনি গেট এলাকায় এক চীনা নাগরিককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের চেষ্টা চালায় আকাশ। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে তাকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকেই সে পালিয়ে যায়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন