রাঙামাটির রাজস্থলী উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খানের সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী সাব-জোন অধিনায়ক মেজর মো. জিয়াউর রহমান। সভায় অংশ নেন উপজেলা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। মেজর জিয়াউর রহমান বলেন, ‘রাজস্থলী সম্প্রীতির বন্ধনে গাঁথা এলাকা। এখানে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজকে আশ্রয় দেওয়া হবে না। সন্ত্রাসের কার্যকলাপ থাকলে উন্নয়ন সম্ভব নয়। তাই সন্ত্রাস প্রতিহত করতে হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান বলেন, ‘মাদকবিরোধী কার্যক্রমকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সম্মিলিত প্রচেষ্টা রাজস্থলীকে মাদকমুক্ত, সুখী ও সমৃদ্ধ করতে পারবে। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা জরুরি, যা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন