মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৩:০৬ এএম

সিনেমার গানে নোলক বাবু

বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৩:০৬ এএম

সিনেমার গানে নোলক বাবু

দেড় যুগের মতো গানের ক্যারিয়ার নোলক বাবুর। যাত্রা শুরু করেন ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্ল্যাটফর্ম দিয়ে। সেই আয়োজন দিয়ে তারকা হওয়ার পর বদলে গেছে তার ভাগ্য। পেয়েছেন সংগীত অঙ্গনে খ্যাতি। একসময় নিয়মিত গান করতেন এই গায়ক। তবুও যেন থেকেও নেই নোলক বাবু।

সম্প্রতি সিনেমার গানে কণ্ঠ দিলেন তিনি। সিনেমার নাম ‘বিবর’। আর গানের শিরোনাম ‘মনে আশার বাত্তি জ্বলে’। সালাউদ্দিন সাগরের কথায় গানের সুর করেছেন পুলক হাসান সুমন এবং সংগীতায়োজন করেন এন ফরহাদ। সম্প্রতি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন সায়মন তারিক।

নতুন গান প্রসঙ্গে নোলক বাবু বলেন, ‘আমি গানের মানুষ। গান নিয়েই থাকি। অন্য কোনো কিছুর মধ্যে আমি নাই। প্রতি মাসে আমি গান করি। অনেক দিন পর সিনেমার গানে কণ্ঠ দিয়েছি। কথা-সুর-সংগীত সব মিলিয়ে দারুণ একটি কাজ হয়েছে, যা অনেকের মনে ছাপ ফেলবে বলেই আমার বিশ্বাস।’

মাঝে দীর্ঘ সময় দেশের বাইরে থাকায় নিয়মিত গান প্রকাশ করা হয়ে ওঠেনি। দেশে ফেরার পর চেষ্টা করে যাচ্ছেন নতুন সব আয়োজন তুলে ধরার। গায়কীতে নিজেকে ভেঙে নতুনভাবে তুলে ধরতেও নানা রকম গান করছেন এই গায়ক।

সিনেমাটি প্রসঙ্গে পরিচালক সায়মন তারিক বলেন, ‘খুব শিগগিরই বিবর সিনেমার কাজ শুরু হবে। একটানা কাজ করে এর দৃশ্য ধারণ শেষ হবে। এরই মধ্যে দুটি গানের কাজ শেষ হয়েছে। দর্শক এই সিনেমার মাধ্যমে নতুন একটি জুটি উপহার পেতে যাচ্ছে।’

সায়মন তারিক টিম অ্যান্ড ব্রাদার্স চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক শিপন মিত্র ও চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। আরও অভিনয় করছেন শাকিবা, জান্নাত আফরিন, কামরুল ইসলাম বাহার, আলমগীর কবির, নাবিলা চৌধুরী, সিমু লিজা, সোনিয়া সুলতানা, সানজিদা কামিজ, শাওন আশরাফ ও ওমর মালিক। সিনেমাটি প্রযোজনা করছেন আশরাফুল ইসলাম জুয়েল।

 

রূপালী বাংলাদেশ

Link copied!