সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে চলমান আন্দোলনের ২২তম দিনে আজ সোমবার বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। গতকাল রোববার ইবতেদায়ি শিক্ষকদের আটজনের একটি প্রতিনিধিদল সচিবালয়ে মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিবের সঙ্গে বৈঠক করেন। সেখানে অনুদানভুক্ত এবং অনুদানবিহীন মাদ্রাসাগুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এদিকে জাতীয়করণের দাবিতে পূর্বঘোষণা অনুসারে গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকদের লং মার্চ শুরুতেই পুলিশের বাধায় প- হয়েছে। গতকাল রোববার বেলা ২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে লং মার্চটি শুরু হলে পুলিশ বাধা দেয়। এতে রাস্তায়ই বসে পড়েন শত শত শিক্ষক। ফলে পল্টন থেকে কদম ফোয়ারা অভিমুখী সড়কটি বন্ধ হয়ে যায়।
দেশের বিভিন্ন জেলা থেকে কর্মসূচিতে আসা শিক্ষকদের হাতে এ সময় বিভিন্ন রকমের প্ল্যাকার্ড-ফেস্টুন দেখা যায়। এ সময় তারা ‘এমন কোনো দেশ নাই, চাকরি আছে বেতন নাই’, ‘ইবতেদায়ি শিক্ষক, হয়েছে কেন ভিক্ষুক?’, ‘অবহেলার ৪০ বছর, মানুষ বাঁচে কত বছর’, ‘বাড়ি না, রাস্তা? রাস্তা, রাস্তা’, ‘বৈষম্য নিপাত যাক, জাতীয়করণ মুক্তি পাক’, ‘এক দফা এক দাবি, জাতীয়করণ করতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
লং মার্চ শুরু করার আগে সমাবেশে একাত্মতা জানিয়ে বক্তব্য দেন জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, শিক্ষকদের দাবি যৌক্তিক। দ্রুত তাদের দাবি মেনে নেওয়া হোক। শিক্ষকরা আজ (গতকাল) ২১ দিন ধরে আন্দোলন করছেন, এটা কারোই কাম্য নয়। জাতীয়করণের দাবি না মেনে সরকার দেশের লাখ লাখ ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষককে অবহেলা করছে। গতকালের মধ্যেই জাতীয়করণের ঘোষণা দিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণে সরকারের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে ২১ দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
আন্দোলনরত শিক্ষকরা জানান, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাতে চাকরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। সব ইবতেদায়ি মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় পুনরায় আন্দোলনে নামেন ইবতেদায়ি শিক্ষকরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন