ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। নাটকের নিয়মিত মুখ তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে অহনা কয়েকটি চলচ্চিত্রেও কাজ করেছেন। চিত্রতারকা শাকিব খানের বিপরীতে কাজ করলেও এই অভিনেত্রী থিতু হয়েছেন ছোট পর্দায়। প্রতিনিয়ত নতুন নতুন চরিত্রে তাকে দেখা যায়।
সিনেমায় নিয়মিত না হওয়ার কারণ জানতে চাইলে দৈনিক রূপালী বাংলাদেশকে অহনা বলেন, ‘চাকরের প্রেম’ সিনেমার মাধ্যমে আমার চলচ্চিত্রে অভিষেক হয়। আজকের তারকা শাকিব খানের বিপরীতে ‘দুই পৃথিবী’ নামের সিনেমায় অভিনয় করেছি। তার সঙ্গে অনেকেই এখন সিনেমা করতে চায়। আর আমি অনেক আগেই কাজ করেছি। সিনেমায় না দেখার কারণ, আমি নায়িকা সুলভ না। যে কারণে কাজ করছি না। আপাতত নাটকেই কাজ করতে চাই। তারপরও যদি কখনো গল্প ও চরিত্র মনের মতো পাই তখন হয়তো সিনেমায় দেখা যাবে।
বর্তমান ব্যস্ততা নিয়ে এই অভিনেত্রী বলেন, নাটকের শুটিং ঘিরেই সকল ব্যস্ততা। যদিও এখন আমি খুব বেশি একটা কাজ করি না। তবে যেসব চরিত্রে কাজ করছি বুঝেশুনে করছি। এরই মধ্যে ‘পাগলী’ নামের একটি নাটকে কাজ করেছি। নাটকটি আমাদের স্বপ্নের প্রজেক্ট। সত্য ঘটনা অবলম্বনে নাটকটি নির্মিত হয়েছে। জুয়েল এলিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। খুব শিগগিরই এটি গোল্লাছুট ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
এখনকার শিল্পীরা ওটিটিতে ঝুঁকেছেন। তবে এই মাধ্যমে আগ্রহ নেই অহনার। তিনি বলেন, অনেক আগেই আমি ওটিটির কাজ করেছি। ওটিটি ঘিরে আমার তেমন পরিকল্পনা নেই। কখনো মনের মতো কাজ পেলে ভেবে দেখব।
অহনাকে বিভিন্ন আঞ্চলিক ভাষার নাটকে অভিনয় করতে দেখা যায়। তবে সবচেয়ে বেশি বরিশালের আঞ্চলিক ভাষায় অভিনয় করে আরাম পান বলে জানিয়েছেন। সেইসঙ্গে জানালেন, জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির তার শুরু। এই অভিনেতার কারণেই তিনি আঞ্চলিক ভাষা আয়ত্ত করতে পেরেছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন