সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর তীরবর্তী ঢালারপাড় এলাকায় জমির বালু নিয়ে বিরোধের জেরে এক পরিবারের ওপর মিথ্যা মামলা ও হুমকির অভিযোগ উঠেছে। উপজেলার বাদাঘাট ইউনিয়নের পুরান লাউর মৌজার বাসিন্দা জামাল উদ্দিনের পরিবার বলছে, নিজেদের মালিকানাধীন জমি থেকে জোর করে বালু তুলতে বাধা দেওয়ায় তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে।
জানা গেছে, ওই এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক পরিচয়ের জোরে জামাল উদ্দিনের জমি দখল করে বালু তোলার চেষ্টা করছেন। তাদের মধ্যে জাঙ্গালহাটি গ্রামের বোরহান মিয়া, তরং গ্রামের বেলায়েত মিয়া ও উজ্জল মিয়ার নাম উঠে এসেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে জমিটি জামাল উদ্দিনের পরিবারের ভোগদখলে রয়েছে এবং সেখানে প্রাকৃতিকভাবে বালু জমেছে। সম্প্রতি ওই বালু তুলতে গেলে বাধা দেন জামাল উদ্দিন। এরপরই শুরু হয় তাদের বিরুদ্ধে ভয়ভীতি ও মিথ্যা মামলার পর্ব।
জামাল উদ্দিনের ছেলে আলমগীর হোসেন বলেন, আমাদের জায়গা থেকে জোর করে বালু তুলতে চাইলে আমরা বাধা দিই। এরপর তারা মামলা দেয় এবং এক ব্যক্তি নিজেকে পুলিশের ওসির চালক পরিচয় দিয়ে আমাদের কাছ থেকে টাকাও নেয়। এখন বিভিন্ন সময় ফোনে হুমকি দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, প্রায় অর্ধশতাব্দী আগে বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের কাছ থেকে ওই জমি কিনেছিলেন জামাল উদ্দিনের বাবা। তখন থেকে পরিবারটি এই জমি ব্যবহার করে আসছে। কিন্তু সম্প্রতি কিছু ব্যক্তি প্রশাসনিক প্রভাব দেখিয়ে দখল নেওয়ার চেষ্টা করছে।
অভিযুক্ত উজ্জল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি পুলিশের নাম ভাঙানোর অভিযোগ অস্বীকার করে ফোন কেটে দেন। অন্য অভিযুক্ত বেলায়েত মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলোয়ার হোসেন বলেন, উজ্জল মিয়া পুলিশের কেউ নন। যদি কেউ পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজি বা হুমকি দেয়, তাহলে ভুক্তভোগীরা অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, পুলিশ প্রশাসন নিরপেক্ষ তদন্ত করলে বিষয়টি পরিষ্কার হবে এবং দীর্ঘদিনের জমি নিয়ে এক পরিবারের ভোগান্তির অবসান ঘটবে।
        
                            
                                    
                                                                
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন