দিনাজপুরের পার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে রবি মৌসুমে কৃষি প্রণোদনা উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন।
জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, সূর্যমূখী ও শীতকালীন পেয়াঁজ বিনা মূল্যে ১ হাজার ৮১০ জন কৃষকের মধ্যে বিতরণ করা হয়। এর মধ্যে ১ হাজার ৫০০ জন কৃষককে ১ কেজি করে সরিষা, ২৫০ জন কৃষককে ২০ কেজি করে গম, ১০ জন কৃষককে ১ কেজি সূর্যমুখী ওপি, ৩০ জন কৃষককে ১ কেজি করে সূর্যমুখী হাইব্রিড ও ২০ জন কৃষককে ১ কেজি করে শীতকালীন পেঁয়াজ বিতরণ করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন