রাজশাহীর তানোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। উপজেলার কলমা ইউনিয়নের কুজিশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রধান শিক্ষকের এমন চাঞ্চল্যকর ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ বিরাজ করছেন। শিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি।
অভিযুক্ত শিক্ষকের নাম, মোহাম্মদ রিয়াজ আলী (৫৮)। তিনি কুজিশহর গ্রামের মৃত অফের আলী ম-লের ছেলে এবং কুজিশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩৫ বছর ধরে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এই শিক্ষকের বিরুদ্ধে এর আগে এমন ঘটনা ঘটারও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে অভিযুক্তকে সাময়িক বদলি করে পাশের স্কুলে দিয়েছেন। কিন্তু তাকে শাস্তির আওতায় না এনে শুধু বদলি করায় ক্ষোভে ফুঁসছে অভিভাবকসহ এলাকাবাসী।
জানা গেছে, গত ২১ অক্টোবর বিদ্যালয়ের একটি কক্ষে পঞ্চম শ্রেণির ভুক্তভোগী ছাত্রীকে যৌন হয়রানি করেন প্রধান শিক্ষক মোহাম্মদ রিয়াজ আলী। ঘটনা সপ্তাহ পার হয়ে গেলেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করায় স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। পরে অভিযুক্ত শিক্ষককে পাশের স্কুলে বদলি করে দেওয়া হয়।
কুজিশহর গ্রামের এক অভিভাবক জানান, ওই শিক্ষক এর আগেও এমন ঘটনা ঘটিয়েছেন, কিন্তু মান-সম্মানের ভয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু তিনি আবারও সেই জঘন্য কাজ করেছেন। এমন শিক্ষকের কঠোর শাস্তির দাবি করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক রিয়াজ আলী বলেন, ঘটনাটি আপস-মীমাংসা করে নেওয়া হয়েছে, পরে ফোন দিচ্ছি বলে ফোনের সংযোগ বিছিন্ন করে ফোন বন্ধ করে দেন।
ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পাওয়া প্রধান শিক্ষক সখিনা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পর উপজেলা শিক্ষা অফিস থেকে প্রধান শিক্ষককে সাময়িক অব্যাহতি দিয়ে আমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে আগের প্রধান শিক্ষক এই স্কুলে আসছেন না।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী জানান, ঘটনা সম্পর্কে শুনেছি, তবে কেউ কোনো অভিযোগ না করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এলাকা শান্ত রাখতে প্রধান শিক্ষককে পাশের স্কুলে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। তবে ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন