পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর পোকরোভস্কে রুশ সেনারা আরও অগ্রসর হয়েছে বলে জানিয়েছে মস্কো। তবে ইউক্রেন বলছে, তাদের প্রতিরক্ষাবাহিনী এখনো শহরটি ধরে রেখেছে এবং রুশ বাহিনীর অগ্রযাত্রা ঠেকিয়ে রেখেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের সেনারা পোকরোভস্কের রেলওয়ে স্টেশন ও শিল্পাঞ্চলের কাছে ঘেরাও অবস্থায় থাকা ইউক্রেনীয় ইউনিটগুলোকে ধ্বংস করছে। এ ছাড়া তারা শহরের প্রিগোরোডনি এলাকায় প্রবেশ করে সেখানে ঘাঁটি তৈরি করছে। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, পোকরোভস্কের নিকটবর্তী ডোব্রোপিলিয়া শহরে ব্যাপক সেনা মোতায়েন করছে রাশিয়া। যদিও ইউক্রেনীয় বাহিনী এর আগে ওই এলাকায় সফল পাল্টা আক্রমণ চালিয়েছিল, তবুও বর্তমানে পরিস্থিতি জটিল ও ভয়াবহ হয়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি। জেলেনস্কি আরও বলেন, ‘রুশ বাহিনী গত ২৪ ঘণ্টায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারেনি, যদিও শহরটি এখনো তীব্র চাপের মুখে রয়েছে। প্রায় ৩০০ রুশ সেনা এখনো শহরের ভেতরে লড়াই চালিয়ে যাচ্ছে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন