বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০২:২৫ এএম

কোর্তোয়া ‘দেয়াল’ ভেঙে জিতল লিভারপুল

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০২:২৫ এএম

কোর্তোয়া ‘দেয়াল’ ভেঙে  জিতল লিভারপুল

চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠ অ্যানফিল্ডে গোলরক্ষক থিবো কোর্তোয়ার ‘দেয়াল’ ভেঙে জয়োৎসবে মাতল লিভারপুল। তারা ১-০ গোলে হারায় রিয়াল মাদ্রিদকে। দারুণ ছন্দে এগিয়ে চলা দুদলে লড়াই শুরু হতেই বদলে যায় রুপ। আক্রমণের ঝড় তুলল স্বাগতিক লিভারপুল। আর তাদের সামনে দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ালেন কোর্তোয়া। একটা সময় গিয়ে তার দেয়ালে চিড় ধরল। গোল করে ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছেন লিভারপুলের আলেক্সিস মাক আলিস্তের। পুরো ম্যাচে বল দখলে বেশ পিছিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য করে লিভারপুল। গোলের জন্য ১৭টি শট নিয়ে তারা লক্ষ্যে রাখতে পারে ৯টি। আর নিজেদের খুঁজে ফেরা রিয়ালের আট শটের কেবল দুটিই লক্ষ্যে ছিল। চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে পঞ্চম স্থানে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে টানা দুইবার মাদ্রিদের দলটিকে হারাল লিভারপুল। অ্যানফিল্ডেই গত আসরের প্রাথমিক পর্বে তারা জিতেছিল ২-০ গোলে। গত আট ম্যাচে ছয়টিতে হারের তীব্র হতাশা থাকলেও, ঘরের মাঠে আত্মবিশ্বাসী শুরু করে লিভারপুল। প্রথমার্ধের প্রায় পুরোটা সময় আধিপত্য করে তারা।

খেলার ১০ মিনিটে রিয়াল বাইলাইনের কাছে পজেশন হারালে ভীতি ছড়ায় স্বাগতিকরা। দমিনিক সোবোসলাইয়ের পাস পেয়ে মাক আলিস্তেরের শটটি যদিও লক্ষ্যে থাকেনি। ধীরে ধীরে গুছিয়ে উঠে, পজেশন ধরে রেখে আক্রমণের চেষ্টা করতে থাকে রিয়াল। যদিও তেমন উল্লেখযোগ্য কিছু করতে পারছিল না তারা। এরই মাঝে ২৭ মিনিটে প্রতি-আক্রমণে সুবর্ণ সুযোগ পেয়ে যায় লিভারপুল; কিন্তু অসাধারণ নৈপুণ্যে জাল অক্ষত রাখেন কোর্তোয়া। ওয়ান-অন-ওয়ানে সোবোসলাইয়ের জোরাল শট এগিয়ে এসে পা দিয়ে আটকান গোলরক্ষক। একটু পর আরেক দফা বিপদ এড়াতে পারে রিয়াল। একেবারে ডি-বক্সের মুখে ভিনিসিউসের হাতে বল লাগলে হ্যান্ডবলের বাঁশি বাজান রেফারি। তবে লিভারপুল দাবি তোলে, হ্যান্ডবলের ঘটনাটি ডি-বক্সের মধ্যে। ভিএআর অনেকক্ষণ পর্যালোচনার পর, মনিটরে নিজে দেখে হ্যান্ডবলের সিদ্ধান্তই বাতিল করে দেন রেফারি। ৪৩ মিনিটে আবারও কোর্তোয়ার নৈপুণ্যে রক্ষা সফরকারীদের। ডি-বক্সের বাইরে থেকে সোবোসলাইয়ের জোরাল শট ঝাঁপিয়ে আটকান বেলজিয়ান গোলরক্ষক। তিনটি লক্ষ্যভ্রষ্ট প্রচেষ্টার পর, ৪৫ মিনিটে প্রথম লক্ষ্যে শট নিতে পারে রিয়াল। জুড বেলিংহ্যামের দুরূহ কোণ থেকে নেওয়া শট পা দিয়ে আটকান জিওর্জি মামারদাশভিলি। দুই মিনিট পর মাক আলিস্তেরের শটও ঠেকিয়ে দলকে সমতায় রাখেন কোর্তোয়া। দ্বিতীয়ার্ধ শুরু হতে আবারও লিভারপুলের আক্রমণের ঝড় এবং কোর্তোয়ার দুর্দান্ত দুটি সেভ।

৪৭ মিনিটে ভার্জিল ফন ডাইকের হেড দারুণ ক্ষীপ্রতায় কর্নারের বিনিময়ে আটকান কোর্তোয়া। সোবোসলাইয়ের কর্নারে এবার হেড করেন উগো একিটিকে, ঝাঁপিয়ে এক হাতে বল বাইরে পাঠান গোলরক্ষক। পরের কর্নারেও হেড করেন একিটিকে, এবার বল পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৬১ মিনিটে অবশেষে কোর্তোয়ার দেয়াল ভাঙতে পারে লিভারপুল। ফ্রি কিক পেয়ে ডি-বক্সে দারুণ এক ক্রস বাড়ান সোবোসলাই, আর গতিময় হেডে অ্যানফিল্ডকে উচ্ছ্বাসে ভাসান আর্জেন্টাইন মিডফিল্ডার মাক আলিস্তের। অধিকাংশ সময় নিজের ছায়া হয়ে থাকা কিলিয়ান এমবাপ্পে ৭৫ মিনিটে দারুণ একটি সুযোগ পান। ভিনিসিউসের কাটব্যাক পেয়ে প্রথম ছোঁয়ায় শট নেন প্রথম তিন ম্যাচে পাঁচ গোল করা ফরাসি তারকা, বল অনেকটা বাঁক খেয়ে বেরিয়ে যায়।

রূপালী বাংলাদেশ

Link copied!