বাংলাদেশ কৃষি ব্যাংকের মো. আলাউদ্দিন সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) থেকে উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) পদে সম্প্রতি পদোন্নতি লাভ করেছেন। তিনি ২০০৮ সালের ২৫ মার্চ ঊর্ধ্বতন কর্মকর্তা পদে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগদান করেন। শিক্ষাজীবনের শুরু থেকেই তিনি অসাধারণ মেধা ও অধ্যবসায়ের পরিচয় রেখে এসেছেন। যশোর শিক্ষা বোর্ডের অধীনে ১৯৯৭ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধাতালিকায় ১০ম স্থান (বোর্ড স্ট্যান্ড) অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে মার্কেটিং বিষয়ে বিবিএ (সম্মান) ও এমবিএ ডিগ্রি অর্জনের মধ্য দিয়ে নিজের শিক্ষা ও যোগ্যতার ভিত আরও সুদৃঢ় করেন। তিনি ব্যাংকিং ডিপ্লোমা প্রথম পর্ব (জেএআইবিবি) ও দ্বিতীয় পর্ব (ডিএআইবিবি) সফলভাবে সম্পন্ন করেছেন। কর্মজীবনে সততা, পেশাদারিত্ব, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধ ধারণ করে তিনি ব্যাংকিং সেবার বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছেন। সহকর্মী, অধীনস্থ ও গ্রাহকদের সঙ্গে তার আচরণ সৌহার্দপূর্ণ, দায়িত্বশীল ও সুসংহত কর্মসংস্কৃতির প্রতিফলন। তিনি বরিশাল জেলার এক সুপরিচিত ও সম্মানিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র ও এক কন্যার জনক।Ñবিজ্ঞপ্তি

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন