মেট্রোরেল পিলারের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের পরিবারকে ১৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ব্যাংক সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) অংশ হিসেবে ব্যাংকের ইসলামি ব্যাংকিং ফান্ড থেকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। বাকি ১০ লাখ টাকা মিডল্যান্ড ব্যাংক পরিবারের পক্ষ থেকে প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আবুল কালামের স্ত্রী আইরিন আকতার প্রিয়ার কাছে আর্থিক সহায়তার প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন