বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটিতে ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার হলেও জামায়াতের কোনো পোস্টার বা প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করেছেন শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৭ নং ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বলেন, “এই আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা চলবে, তবে জামায়াতের নামে কোনো প্রচারণা বা পোস্টার করা যাবে না। দলীয় শৃঙ্খলা মেনে খালেদা জিয়ার বিজয় নিশ্চিত করতে হবে।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম। প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল বাশার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, আড়িয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা তাজুল ইসলাম, উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর মেম্বার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, ৭নং ওয়ার্ড সভাপতি আইয়ুব আলী, উপজেলা যুবদল নেতা মাসুদ রানা এবং উপজেলা ছাত্রদল নেতা পারভেজ ও আশিক খানসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভা শেষে প্রধান অতিথি আবুল বাশারের নেতৃত্বে নেতাকর্মীরা বারআঙ্গুল বাজার এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন।
প্রধান অতিথি আবুল বাশার বলেন, “ধানের শীষের বিজয়ই গণতন্ত্রের বিজয়। খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন