কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে একজন যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত পৌনে ১১ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের অভিযানে ১১ পিস ইয়াবা, ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির ১৬ হাজার ৭২৫ টাকা উদ্ধার করা হয়। আটককৃত যুবকের নাম মো. মিঠু মিয়া (২৪)। তিনি উপজেলার গোরকমন্ডল (বাগমারা) এলাকার মো. আবু তালেবের ছেলে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মো. মিঠু মিয়া নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল (বাগমারা) গ্রামের মো. সেলিমের মুদি দোকানের সামনে পাকা রাস্তায় মাদক নিয়ে ঘোরাফেরা করছিল। পরে থানার মাদক উদ্ধার দল অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় তার দেহ তল্লাশী করে তার আন্ডারওয়্যারের ভেতর থেকে ১১ পিস ইয়াবা, ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ গ্রাম হেরোইন এবং ১৬ হাজার ৭২৫ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠু মিয়া স্বীকার করেছেন, উদ্ধারকৃত মাদক বিক্রির টাকা তার জন্য হেফাজতে রাখা ছিল।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন