বরগুনার আমতলীতে যৌথ বাহিনীর চেকপোস্টে জব্দকৃত জাটকা ইলিশ বিতরণের সময় বিশৃঙ্খলা সৃষ্টি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আমতলী মৎস্য বিভাগের এক কর্মকর্তা বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী চেকপোস্টে কুয়াকাটা থেকে ঢাকাগামী ৪ টি বাস থেকে অবৈধ জাটকা মাছ জব্দ করা হয়। এসব বাস থেকে মোট ২৫টি কার্টুন (প্রায় ১,১০০ কেজি) জাটকা ইলিশ জব্দ করা হয়।
পরবর্তীতে যৌথ বাহিনী জব্দকৃত মাছগুলো আমতলী মৎস্য বিভাগের ফিল্ড ফ্যাসিলিটর ইশরাত হোসেন হিমেলের উপস্থিতিতে পুলিশের সহযোগিতায় বিতরণের জন্য নির্দেশ দেন। কিন্তু বিতরণের শেষ পর্যায়ে কিছু ব্যক্তি মাছ ধাক্কাধাক্কি করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে জনমনে হাস্যরস ও ক্ষোভ তৈরি হয়।
আমতলী মৎস্য বিভাগের ফিল্ড ফ্যাসিলিটর ইশরাত হোসেন হিমেল জানান, জব্দকৃত মাছগুলো দুস্থ, গরিব ও এতিমখানার জন্য বিতরণের কথা ছিল। বিতরণের সময় কিছু ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে মাছ নিয়ে যায়।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘থানার ভিতর থেকে মাছ নিয়ে যাওয়ার ঘটনায় সাধারণ ডাইরি করা হয়েছে। মৎস্য বিভাগের অভিযোগও পেয়েছি। সিসিটিভি দেখে অনেককে শনাক্ত করা সম্ভব হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’
উল্লেখ্য, সরকার ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা মাছ ধরা ও বিপনন নিষিদ্ধ করেছে। এ সময়ে জেলেদের জন্য ফেব্রুয়ারি থেকে চার মাস ধরে ভিজিএফ কর্মসূচির আওতায় ৪০ কেজি করে চাল বিতরণ করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন