চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর নির্বাচনি গণসংযোগে গুলিতে সরোয়ার হোসেন ওরফে বাবলা হত্যার ঘটনায় দুজনসহ গোলাগুলির তিনটি পৃথক ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে র্যাব-৭-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে র্যাবের বিশেষ দল চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
বাবলা হত্যা মামলায় গ্রেপ্তাররা হলেন, মো. আলাউদ্দিন ও মো. হেলাল। মামলা দায়েরের পরপরই র্যাব-৭-এ অভিযান শুরু করে।
এ ছাড়া রাউজানের গোলাগুলির ঘটনায় অভিযুক্ত ইশতিয়াক চৌধুরী অভিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি নগরীর চালিতাতলীতে প্রতিবন্ধী অটোরিকশা চালককে গুলি এবং রাউজানে গুলিবর্ষণের ঘটনায় আরও তিনজনকে আটক করা হয়েছে।
র্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘বাবলা হত্যা মামলার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি চালিতাতলী ও রাউজানের গোলাগুলির ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পেছনে কারা ছিল সব খতিয়ে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, গত বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগকালে সন্ত্রাসীরা গুলি করে বাবলাকে হত্যা করে। একইদিন রাত ৯টার দিকে রাউজানের বাগোয়ান এলাকায় গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হন অন্তত পাঁচজন। বৃহস্পতিবার চালিতাতলীতেও এক অটোরিকশাচালককে গুলি করা হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন