সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ঘিরে আসন্ন নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভুয়া ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে। এসব মিথ্যা প্রচারণা থেকে সতর্ক থাকার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী।
শুক্রবার (৭ নভেম্বর) সেনাবাহিনীর রিফায়েড সবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, সাম্প্রতিক সময়ে সেনাপ্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। এসব বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সাধারণ জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।
বার্তাটির সঙ্গে সেনাপ্রধানকে নিয়ে ছড়িয়ে পড়া ছয়টি ভুয়া প্রচারণার স্ক্রিনশটও সংযুক্ত করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন