বাংলাদেশ নারী ক্রিকেটে শুরু হয়েছে এক নজিরবিহীন বিতর্ক। সাবেক অধিনায়ক জাহানারা আলম সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, জাতীয় দলে থাকার সময় তিনি যৌন হয়রানির শিকার হয়েছিলেন। তার অভিযোগের তীর বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং নারী ক্রিকেট বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের দিকে। তবে এসব অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন মনজুরুল।
জাহানারার দাবি, সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জু প্রায়ই কৌশলে মেয়েদের জড়িয়ে ধরতেন। এমনকি ব্যক্তিগত শারীরিক বিষয় নিয়েও অশালীন প্রস্তাব দিতেন মঞ্জুরুল ইসলাম। তিনি আরও দাবি করেন, মঞ্জুরুল ইসলাম হ্যান্ডশেক না করে নারী ক্রিকেটারদের বুকে জড়িয়ে নিতেন। বিসিবির কাছে বারবার বিষয়টি জানানোর পরও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ছাড়া দলের ভেতরের বিভিন্ন অসঙ্গতি নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন জাহানারা। তার দাবি, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেওয়ার পাশাপাশি জুনিয়র ক্রিকেটারদের গায়ে হাত তোলা হতো। এমনকি কেবল হয়রানি নয়, জাতীয় দলের ভেতরে কিছু কোচিং স্টাফ ও খেলোয়াড়ও তার ক্যারিয়ার ধ্বংসে ভূমিকা রেখেছেন।
যদিও মঞ্জুরুল ইসলাম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
জাহানারার অভিযোগের প্রতিক্রিয়ায় বার্তা সংস্থা এএফপিকে বর্তমানে চীনে অবস্থানরত মনজুরুল বলেন, 'এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। অন্য ক্রিকেটারদের জিজ্ঞেস করুন, আমি ভালো না খারাপ ছিলাম।'
অভিযোগের পর নড়ে চড়ে বসেছে বিসিবি। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। বিষয়টি ক্রীড়া মন্ত্রণালয়ের নজরেও এসেছে। সাবেক এই ক্রিকেটারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছে মন্ত্রণালয় এবং সরকারি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘আমাদের দপ্তর থেকেও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান—যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ—সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হবে, যেন জড়িত কেউ শাস্তি এড়িয়ে যেতে না পারে।’
যৌন হয়রানির ঘটনা ক্রীড়াঙ্গনের জন্য বড় হুমকি বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সতর্ক করে বলেন, ‘এ ধরনের অভিযোগ নতুন নয়। খেলাধুলার অন্যান্য ক্ষেত্রেও বহুবার শুনেছি। দায়িত্বশীল জায়গা থেকে আমাদের নিশ্চিত করতে হবে, যাতে কেউ এ ধরনের কাজ করে পার না পেয়ে যায়।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন