বাংলাদেশ নারী ক্রিকেটে শুরু হয়েছে এক নজিরবিহীন বিতর্ক। সাবেক অধিনায়ক জাহানারা আলম সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, জাতীয় দলে থাকার সময় তিনি যৌন হয়রানির শিকার হয়েছিলেন। তার অভিযোগের তির বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং নারী ক্রিকেট বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের দিকে।
জাহানারার দাবি, সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জু প্রায়ই কৌশলে মেয়েদের জড়িয়ে ধরতেন। এমনকি ব্যক্তিগত শারীরিক বিষয় নিয়েও অশালীন প্রস্তাব দিতেন মঞ্জুরুল ইসলাম। তিনি আরও দাবি করেন, মঞ্জুরুল ইসলাম হ্যান্ডশেক না করে নারী ক্রিকেটারদের বুকে জড়িয়ে নিতেন। বিসিবির কাছে বারবার বিষয়টি জানানোর পরও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ছাড়া দলের ভেতরের বিভিন্ন অসঙ্গতি নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন জাহানারা। তার দাবি, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেওয়ার পাশাপাশি জুনিয়র ক্রিকেটারদের গায়ে হাত তোলা হতো। এমনকি কেবল হয়রানি নয়, জাতীয় দলের ভেতরে কিছু কোচিং স্টাফ ও খেলোয়াড়ও তার ক্যারিয়ার ধ্বংসে ভূমিকা রেখেছেন।
এসব অভিযোগ প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে জরুরি বৈঠকের পর বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।
বিসিবি বলছে, ‘নারী ক্রিকেটের প্রতিটি সদস্যের জন্য নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। অভিযোগগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে।’
এদিকে জাহানারার পক্ষে কথা বলেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, ‘আমরা কোনো গড়িমসি দেখতে চাই না। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।’
এর আগেও নারী দলের অধিনায়ক নিগার সুলতানার বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছিলেন জাহানারা, যা বিসিবি ‘ভিত্তিহীন’ বলে জানায়।
২০১১ সালে জাতীয় দলে অভিষেক ঘটে এই পেসারের। প্রায় এক যুগের ক্যারিয়ারে তিনি নারী ক্রিকেটে বাংলাদেশের প্রথম সারির মুখ ছিলেন। তবে গত বছর আয়ারল্যান্ড সফরের পর থেকে তিনি জাতীয় দলে নেই। বর্তমানে জাহানারা অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন