শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ১০:১৭ এএম

আর্জেন্টিনা দলে চমক, মেসিদের সঙ্গে নতুন তিন মুখ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ১০:১৭ এএম

আর্জেন্টিনা ফুটবল দল। ছবি- সংগৃহীত

আর্জেন্টিনা ফুটবল দল। ছবি- সংগৃহীত

নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ উপলক্ষে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। প্রত্যাশিত ভাবেই দল থেকে বাদ পড়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। তার বাদ পড়ার খবর আগেই জানা গিয়েছিল। এ ছাড়াও গত উইন্ডোতে খেলা লিয়েন্দ্রো পারেদেস, গঞ্জালো মন্টিয়েল ও লাউতারো রিভেরো এবং মার্কাস আকুনাকেও দলে রাখা হয়নি। তবে দলে রয়েছেন লিওনেল মেসি।

লিওনেল স্কালোনির ঘোষিত দলে প্রথমবারের মত ডাকা হয়েছে তিন জনকে। তারা হলেন- জোয়াকিন পানিচেল্লি, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি এবং ম্যাক্সিমো পেরোনে। এ ছাড়া ভ্যালেন্টিন বার্কোকে দলে ফেরানো হয়েছে। আগামী ১৪ নভেম্বর আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার আগে আর কোনো ম্যাচ না থাকায় স্কালোনির দল স্পেনে প্রশিক্ষণ ক্যাম্প করবে।

নতুন করে ডাক পাওয়া ২৩ বছর বয়সী স্ট্রাইকার পানিচেল্লি বর্তমানে ফরাসি ক্লাব স্ট্রাসবার্গের হয়ে খেলছেন। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই ফুটবলার লিগ ওয়ানের ১১ ম্যাচে ৯টি গোল করেছেন, উয়েফা কনফারেন্স লিগের অভিষেক ম্যাচেও গোল পেয়েছেন এই আর্জেন্টাইন। ১৯ বছর বয়সী প্রেস্টিয়ানি কিছুদিন আগে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলেছেন। যেখানে আলবিসেলেস্তেদের স্বপ্নভঙ্গ করে ইতিহাস গড়ে মরক্কোর যুবারা। প্রেস্টিয়ানি আবার হোসে মরিনিয়োর অধীনে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলেন। পর্যাপ্ত গেমটাইম না পাওয়া তরুণ এই ফরোয়ার্ড ১৭ ম্যাচে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন।

এ ছাড়া প্রথমবার ডাক পাওয়া ২২ বছর বয়সী মিডফিল্ডার পেরোনো ইতালিয়ান ক্লাব কোমোতে খেলছেন নিকো পাজের সতীর্থ হিসেবে। ডিফেন্সিভ মিডের পাশাপাশি গোলের সুযোগ তৈরিতে সক্ষমতার কারণে পেরোনেকে ডেকেছেন স্কালোনি। এদিকে, ২০২৪ সালের মার্চে এল সালভাদরের বিপক্ষে অভিষেক হওয়া ডিফেন্ডার বার্কো ভ্যালেন্টিনকে আর খেলাননি আর্জেন্টাইন কোচ। তাকে এবার ডাকা হয়েছে। ফরাসি ক্লাব স্ট্রাসবার্গের হয়ে তিনি চলতি মৌসুমে ১১ ম্যাচে এক গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন।

পরিচিত কয়েকটি মুখ অনুপস্থিত থাকলেও যথারীতি লিওনেল মেসিকে অধিনায়কত্বে রেখেই স্কোয়াড সাজিয়েছেন স্কালোনি। যদিও তার খেলার বিষয়টি এখনও নিশ্চিত নয়। এ ছাড়া অভিজ্ঞদের মধ্যে রদ্রিগো ডি পল, ক্রিস্টিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তালিয়াফিকো, নিকোলাস গঞ্জালেস ও জিওভান্নি লো সেলসো আছেন। এ ছাড়া কার্ডজনিত কারণে আগের উইন্ডোতে না খেলা এনজো ফার্নান্দেজও ফিরলেন এবার। দিবুর অনুপস্থিতিতে গোলবার সামলাতে ডাকা হয়েছে দু’জনকে– জেরোনিমো রুলি ও ওয়াল্টার বেনিতেজ।

আর্জেন্টিনার স্কোয়াড

গোলরক্ষক: জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, জুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো

মিডফিল্ডার: অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরোনে, নিকোলাস পাজ

ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, জিওলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ, জিয়ানলুকা প্রেস্টিয়ানি, জোয়াকিন পানিচেল্লি

Link copied!