বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ নারী দলের দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন জাতীয় নারী দলের পেসার জাহানারা আলম।
দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন অভিজ্ঞ এই পেসার। তার হঠাৎ আড়ালে চলে যাওয়ার কারণ এতদিন অজানা থাকলেও অবশেষে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন তিনি।
জানা যায়, নারী দলের দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তা দীর্ঘদিন ধরে অসদাচরণ ও যৌন হয়রানির মাধ্যমে তাকে মানসিকভাবে নিপীড়ন করে আসছিলেন।
এ ঘটনায় জাহানারার পাশে দাঁড়িয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহানারাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
পাশাপাশি অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কোয়াবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন জাতীয় ক্রিকেটার ও সাবেক জাতীয় অধিনায়ক যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন, কান্না ভেজা চোখে তিনি হৃদয়ের ক্ষত তুলে ধরেছেন।
আমাদের পুরো ক্রিকেট সমাজকে তা নাড়িয়ে দিয়েছে। জাহানারা আলমের প্রতিটি অভিযোগ গুরুতর এবং কোনোভাবেই এসব উপেক্ষা করার মতো নয়।
জাতীয় দলের ম্যানেজার, নির্বাচক, সাবেক ইনচার্জ, কোচসহ যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, বিসিবি কর্তৃপক্ষ যাদের দিকে দায়িত্বহীন অবহেলার অভিযোগ তুলেছেন, প্রতিটি অভিযোগ খতিয়ে দেখার জোর দাবি জানাচ্ছি আমরা।
কোনো আড়াল বা দীর্ঘসূত্রিতা আমরা এখানে দেখতে চাই না। যত দ্রুত সম্ভব তদন্ত করে কেউ দায়ী থাকলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো ক্রিকেটারকে এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে না হয়।
পাশাপাশি নারী ক্রিকেটের জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে এই ধরনের ঘটনা আর যেনো গোপীবভাবে খতিয়ে দেখা দাবি জানাচ্ছি।
জাহানারার প্রতি স্রেফ সহানুভূতিই যথেষ্ট নয়, তার প্রতি সবটুকু সমর্থন আমাদের আছে এবং যে কোনো ধরনের সহায়তা আমরা করব।




সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন