উৎসাহ-উদ্দীপনায় ময়মনসিংহের নান্দাইলে ঐতিহ্যবাহী সমুর্ত্ত জাহান মহিলা কলেজে প্রথমবারের মতো ছাত্রী সংসদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আফসানা মিমি ৭৭ ভোট পেয়ে ভিপি, মোছা. আফিয়া ইসলাম ঐশী ১০১ ভোট পেয়ে জিএস এবং ফারহানা আক্তার নীলা ১১০ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৮৪৪ ভোটের বিপরীতে ভিপি, জিএস ও ক্রীড়া সম্পাদক পদে ছাত্রী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ১২টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুজ্জামান ভূঞা এবং প্রিসাইডিং অফিসার ছিলেন সহকারী অধ্যাপক মুহাম্মদ আবুল হোসেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন