ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সাধারণ প্রার্থীরা ১০ হাজার টাকায় আর জুলাই আন্দোলনে অংশ নেওয়া বা নিম্ন আয়ের ব্যক্তিরা ২ হাজার টাকায় ফরম সংগ্রহ করতে পারবেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী আনুষ্ঠানিকভাবে ফরম বিতরণ উদ্বোধন করেন।
১৩ নভেম্বর পর্যন্ত বিক্রি, বাছাই ১৫ তারিখ
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত ফরম বিক্রি চলবে এবং ১৫ নভেম্বর প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে।
তিনি জানান, আমরা জনগণের প্রতিনিধি পাঠাতে চাই, দলের প্রতিনিধি নয়। পার্লামেন্ট জনগণের, তাই সেখানকার প্রতিনিধিও জনগণের হতে হবে।
‘দুর্বৃত্তায়নের রাজনীতি ভাঙতে চাই’
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন এখনও রাজনীতিতে বড় ব্যবসায়ী, গডফাদার বা চাঁদাবাজ ছাড়া সংসদে যাওয়া কঠিন। আমরা সেই জায়গা থেকে বের হতে চাই। সমাজের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম, নারী ও প্রান্তিক মানুষের প্রতিনিধি সংসদে পাঠাতে চাই।
তিনি বলেন, সংসদের উদ্দেশ্য শুধু এলাকার রাস্তা-কালভার্ট নয়, নীতিনির্ধারণ ও আইন প্রণয়ন। এজন্য দক্ষ ও সৎ মানুষকে সংসদে পাঠানো জরুরি।
‘প্রতীক বিক্রির দিন শেষ’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এখন প্রতীক বিক্রির দিন শেষ হয়েছে। এখন প্রত্যেক দলকে নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। চারদলীয় জোট, মহাজোট এসব এখন আর টিকবে না।
তিনি অভিযোগ করেন, কিছু দল আবারও প্রতীক বিক্রির সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমরা ছোট দলগুলোকে আহ্বান জানাচ্ছি, এক–দুটি আসনের জন্য নিজের দলের আদর্শ বিক্রি করবেন না।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন