চাকরি দেওয়ার কথা বলে ৭৭ লাখ ৬৪ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে মাহাবুল হাসান ওরফে মিন্টু (৪৫) নামের এক প্রতারককে গ্রেপ্তার করছে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ। গত বুধবার রাতে নীলফামারীর চড়াইখোলা পূর্ব কেরানীপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাহাবুল হাসানের বাবার নাম আজাহার আলী বলে জানা গেছে। জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গত ৩ নভেম্বর চাকরি দেওয়ার নামে চিরিরবন্দর নশরতপুর এলাকার মো. আফতাব উদ্দিনের ছেলে মো. মহসীন আলীসহ (৩৭) ৯৫ জনের কাছ থেকে মোট ৭৭ লাখ ৬৪ হাজার ৩৩২ টাকা হাতিয়ে নেয় ওই প্রতারক। এ বিষয়ে ভুক্তভোগীরা নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে অভিযোগ করেন।
ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধানে নামে গোয়েন্দা পুলিশ। অনুসন্ধানকালে ঘটনার সত্যতা পেয়ে প্রতারক চক্রের সক্রিয় সদস্য মো. মাহাবুল হাসান ওরফে মিন্টুকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. আকতার হোসেন জানান, ৫ নভেম্বর রাতে অভিযান পরিচালনা করে মিন্টুকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি একাধিক যুবককে উত্তরা ইপিজেড এ জাপানিজ কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে ব্যাংক, বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে মোট ৭৭ লাখ ৬৪ হাজার ৩৩২ টাকা হাতিয়ে নিয়েছেন বলে স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত মাহাবুল হাসান ওরফে মিন্টুকে নীলফামারী সদর থানায় সাইবার সুরক্ষা আইনের মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন