শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৪:৪৫ পিএম

শ্রীপুরে অস্ত্রসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ এনামুলকে গ্রেপ্তারের বিষয়ে সেনাবাহিনীর ব্রিফিং

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৪:৪৫ পিএম

ব্রিফিংয়ে ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান। ছবি- রূপালী বাংলাদেশ

ব্রিফিংয়ে ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে ‘শীর্ষ সন্ত্রাসী’ ও ডাকাত দলের সর্দার এনামুল হক মোল্লাসহ তার ছয় সহযোগীকে অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তারের ঘটনায় প্রেস ব্রিফিং করেছে সেনাবাহিনী। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও উঠেছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরের ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় অস্থায়ী সেনা ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান।

লে. কর্নেল লুৎফর রহমান জানান, গত ৬ নভেম্বর ভোরে গাজীপুর আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ ও র‌্যাবের প্রত্যক্ষ সহায়তায় শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে যৌথ অভিযান পরিচালনা করা হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও স্থানীয়দের সহযোগিতায় চিহ্নিত সন্ত্রাসী এনামুল হক মোল্লাকে তার নিজ বাড়ির ছাদের পানির ট্যাংকের ভেতর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার আরও ছয় সহযোগীকেও আটক করা হয়।

অভিযান চলাকালে এনামুল হক মোল্লার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, দুটি ইলেকট্রিক শক মেশিন, চারটি ওয়াকিটকি সেট, দুটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

লে. কর্নেল লুৎফর রহমান জানান, এনামুল হকের বিরুদ্ধে শ্রীপুর থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে এবং কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি আছে। অভিযান শেষে আটক সাতজনকে উদ্ধার করা অস্ত্র-সরঞ্জামসহ শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, ‘অত্যন্ত পরিতাপের বিষয়—একটি মহল এই অভিযানের ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন খাতে অপপ্রচার চালিয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের পক্ষে নয়। সেনাবাহিনী সবসময় ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে এবং দেশের স্বার্থে কাজ করে। অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধেও প্রমাণসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

লে. কর্নেল লুৎফর রহমান জানান, ৫ নভেম্বর রাত দেড়টা থেকে ভোর সোয়া পাঁচটা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন মেজর খন্দকার মহিউদ্দিন আলমগীর (৪৬ ডিভ লোকেটিং, গাজীপুর সেনা ক্যাম্প)। তল্লাশির সময় এনামুল হক মোল্লাকে তার বাড়ির পানির ট্যাংকের ভেতর থেকে বের করে আটক করা হয়।

তিনি অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী মহল তার বাড়ি থেকে ব্যক্তিগত সরঞ্জাম হারানোর অভিযোগ তুলে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, এ ধরনের মিথ্যা অপপ্রচারের সঙ্গেও যারা যুক্ত, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!