ঠাকুরগাঁও সদরে পিকআপের ধাক্কায় একটি ট্যাক্সি (পাগলু) উল্টে এরশাদ (৪০) নামে এক প্রভাষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১টার দিকে উপজেলার ভূল্লী থানাধীন খোশবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত প্রভাষক এরশাদ পঞ্চগড় জেলার বোদা উপজেলার পবার উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে বোদা বাজারগামী যাত্রী বোঝাই একটি ট্যাক্সি বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় উল্টে যায়। এতে পাঁচজন যাত্রী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় এরশাদ মারা যান। আহত চারজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
বোদা হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। পাগলু ও পিকআপ দুটি জব্দ করা হয়েছে। তদন্ত চলছে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন