খুলনার কয়রায় স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মহারাজপুর ইউনিয়নের শিমলারআইট গ্রামে। এ অল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গত বুধবার বিকেল ৩টায় মুহাম্মাদ আলী সানা (৯২) বার্ধক্যজনিত কারণে খুলনায় বড় ছেলে নৌবাহিনী অফিসার (অব.) সিরাজুল ইসলামের বাসায় ইন্তেকাল করেন। পারিবারিক সূত্রে জানা যায়, মুহাম্মাদ আলী সানাকে গ্রামের বাড়ি কয়রায় দাফনের উদ্দেশ্যে খুলনা থেকে নিয়ে আসার পথে তার স্ত্রী সওদা বেগম (৮১) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাত ১২টার দিকে তিনিও ইন্তেকাল করেন। মরহুম মুহাম্মাদ আলী সানা ও সওদা বেগম দম্পতি ৬ পুত্র ও ৪ কন্যাসন্তান, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম মুহাম্মাদ আলী সানার পিতার নাম মৃত আব্দুল গফুর সানা ও মরহুমা সওদা বেগমের পিতার নাম মাওলানা রহিম বক্স মোল্লা।
গত বৃহস্পতিবার বাদ জোহর উপজেলার শিমলারআইট-অন্তাবুনিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে শিমলারআইট জামে মসজিদের কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় ইমামতি করেন মরহুম মুহাম্মাদ আলী সানা ও মরহুমা সওদা বেগম দম্পতির সেঝো ছেলে হাফেজ দিদারুল ইসলাম।
স্থানীয় বাসিন্দারা জানান, এটি একটি বিরল ঘটনা। এ রকম স্বামী-স্ত্রীর একসঙ্গে মৃত্যু কখনো আমরা দেখিনি। স্বামী-স্ত্রী একজনের প্রতি আরেকজনের এতটাই ভালোবাসা ছিল যে, একজনের মৃত্যু আরেকজন সইতে না পারায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুজনের মৃত্যু ঘটেছে। একই সঙ্গে একই দিনে একই স্থানে তাদের দাফন সম্পন্ন করা হচ্ছে। এমনকি তাদের মধ্যে এতটাই মিল মহব্বত ছিল তারা স্বামী-স্ত্রী দুজন একই সঙ্গে পবিত্র হজ পালন করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন