কুমিল্লার চৌদ্দগ্রামে আস-সালাম ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক রচনা প্রতিযোগিতা-২০২৫ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ে এই প্রতিযোগিতা ও সভা অনুষ্ঠিত হয়। এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করায় ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। ‘পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশ নেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা। সভায় আস-সালাম ফাউন্ডেশন কার্যকরী পরিষদের সভাপতি এ এম মিরাজের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক পরিষদের সাধারণ সম্পাদক কাজী নাসিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী আবুল হোসেন তুহিন। আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক পরিষদ সভাপতি গাজী মহিউদ্দিন উজ্জ্বল, সদস্য গাজী আজহারুল ইসলাম তানিম, কার্যকরী পরিষদ সদস্য কাজী সাজ্জাদ হোসেন শাকির, সাদমানি রহমান মীম, খন্দকার রাশেদ প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন