‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্রি ক্যাম্পেইন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধি ও নতুন রোগী শনাক্তকরণের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কালাই ডায়াবেটিস সমিতির সভাপতি শামিমা আক্তার জাহান। কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় র্যালি বের করা হয়, পরে মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন থুপসাড়া সেলিমিয়া দাখিল মাদ্রাসার মতিউর রহমান। স্বাগত বক্তব্য দেন কালাই ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের। আলোচনা সভায় বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির আহবায়ক মো. ইব্রাহিম হোসেন, জেলা বিএনপির সদস্য অনিছুর রহমান তালুকদার প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন