চট্টগ্রামের লোহাগাড়ায় গ্রামীণ সড়কের ওপর নির্মিত কালভার্টের মাঝখানের ঢালাই উঠে সৃষ্টি হয়েছে বিশাল গর্তের। এতে ওই স্থানটি মারণফাঁদে পরিণত হয়েছে। চলাচল করেতে গিয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ ও যানবাহন। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার আধুনগর ইউনিয়নের আধুনগর বাজার থেকে উত্তর হরিণা যাওয়ার সড়কের মধ্যবর্তী স্থানে বড়ুয়াপাড়া এলাকায় কালভার্টের মাঝখানে পাকা ঢালাই উঠে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের ওই স্থানে ঢালাই না থাকায় রডগুলো দেখা যাচ্ছে। বিশাল গর্তটির কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন যানবাহন।
স্থানীয়রা জানান, প্রায় ৩ মাস ধরে কালভার্টটির মাঝখানে এভাবে গর্তের সৃষ্টি হয়ে পড়ে আছে। এ সড়ক দিয়ে প্রতিদিন ছোট-বড় বিভিন্ন যানবাহন চলাচল করে। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া শিশু শিক্ষার্থীরা রয়েছে মারাত্মক ঝুঁকিতে। গর্তের স্থানে ঢালাই না থাকার কারণে যানবাহন চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয়। যেকোনো মুহূর্তে কালভার্টটি ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা উদয়ন বড়ুয়া (৫০) জানান, গর্ত সৃষ্টি হওয়ার কারণে এই সড়ক দিয়ে ঠিকমতো চলাচল করা যাচ্ছে না। যাত্রী নিয়ে কোনো যানবাহন ওই সড়ক দিয়ে গেলেই ওই স্থানে চাকা আটকে যায়। যার কারণে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তার পরও বাধ্য হয়ে বেশ কিছু যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। বড় যানবাহন চলাচলে কালভার্টটি বেশি ঝুঁকিতে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী ও কৃষকদের।
আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দীন জানান, বিপজ্জনক কালভার্টের ওপর দিয়ে প্রতিনিয়ত যানবাহনসহ সাধারণ মানুষ চলাচল করে। এ কারণে যেকোনো মুহূর্তে বড় রকমের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে সাময়িক মেরামত করা হবে এবং তবে স্থায়ীভাবে কাজ করার জন্য উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনির জানান, কালভার্ট মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন