সিলেটর সীমান্ত জনপদের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত ও উন্নত চিকিৎসার লক্ষ্যে একঝাঁক তরুণ চিকিৎসকের উদ্যোগে জৈন্তাপুরের দরবস্ত বাজারে দরবস্ত মেডিকেল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিকেল ৩টায় বাজারের দরবস্ত মেডিকেল মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় দরবস্ত মেডিকেল সেন্টারের কার্ডিওলজিস্ট চিকিৎসক তানভীর হোসেনের সঞ্চালনায় কার্ডিওলজিস্ট চিকিৎসক শরিফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৪ নম্বর দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার। এ সময় বক্তব্য রাখেন ৩ নম্বর চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দরবস্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসলিম আলী, পূবালী ব্যাংক মার্কেটের মালিক মাসুমা বেগম, চিকিৎসক মাসুক উদ্দিন জুম্মা প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন